অযোধ্যা: ২২ জানুয়ারি, ২০২৪, অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে পৌঁছলেন একাধিক বলিউড তারকা। তাঁদের মধ্যে অন্যতম আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor)। সবকিছুর মধ্যে নজর কাড়ল 'রাজি' অভিনেত্রীর শাড়ি। যে অনুষ্ঠানের অংশ তিনি হতে যাচ্ছিলেন, তার সঙ্গেই সামঞ্জস্য রেখে পরলেন শাড়ি। কী ছিল তাঁর শাড়িতে?


রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে কী বিশেষ যোগ আলিয়ার শাড়ির?


সোমবার নীল রঙের এক শাড়ি পরে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল আলিয়াকে। তাঁর শাড়িজুড়ে 'রামায়ণ'-এর কাহিনির নকশা করা ('Ramayana' motif), যাকে বলে 'মোটিফ'। 


স্বামী ও তারকা অভিনেতা রণবীর কপূরের হাত ধরে এদিন রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভট্ট। 'জিগরা' অভিনেত্রীর পরনে ছিল সাধারণ টিল রঙের শাড়ি। মাধুর্য ক্রিয়েশনস নামক এক বুটিকের তৈরি এই শাড়ি। তবে যেটা নজর কাড়বে, তা হল তাঁর শাড়িজুড়ে নকশা কেটে রামায়ণের কাহিনি আঁকা রয়েছে। সঙ্গে রং মিলিয়ে শালও নিয়েছিলেন। মাথায় টেনে খোঁপা। অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ধুতী, পাঞ্জাবী, ও শাল। 


 






আজ অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করেন আরতি।


আরও পড়ুন: Saif Ali Khan: হাঁটু ও কাঁধে চিড়! মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেতা সেফ আলি খান


রামমন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, 'রাম মন্দিরই ভারতের উন্নয়নের সাক্ষী হবে। লক্ষ্য যদি সত্য হয়, তা পূরণ হবেই, এই মন্দিরই তার প্রমাণ। কয়েক শতাব্দী প্রতীক্ষার পর আজ আমরা এখানে পৌঁছেছি। আমরা সবাই এই সময়ের জন্য অপেক্ষা করে ছিলাম। আর আমরা থামব না, এবার উন্নয়নের শিখরে পৌঁছেই থামব।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।