অতসী মুখোপাধ্যায়, কলকাতা: বাংলার ঘরে ঘরে আজ সকাল থেকেই চলছিল কোজাগরী লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2023) প্রস্তুতি। ব্যস্ত দেখা গেল অভিনেত্রী অপরাজিতা আঢ্যকেও (Aparajita Auddy)৷ পরিবারের সকলে প্রস্তুতিতে হাত লাগালেও অপরাজিতা যেন একাই একশো৷ পুজোর প্রস্তুতির ফাঁকে এবিপি আনন্দের (ABP Ananda) ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেত্রীই।
অপরাজিতা আঢ্যর বাড়িতে লক্ষ্মীপুজো
যতই ব্যস্ততা থাকুক, প্রত্যেক বছর বাড়িতে মা লক্ষ্মীর আরাধনায় মাতেন অপরাজিতা আঢ্য। মা লক্ষ্মীকে যেমন সাজিয়ে তোলেন, তেমনই লক্ষ্মী সাজে তিনি নিজেও ধরা দেন ক্যামেরায়। এ বছরও তাঁর অন্যথা হল না। টুকটুকে লাল পাড় ঘিয়ে রঙা শাড়ি, সবুজ ব্লাউজ, মাথায় টেনে খোঁপা, তাতে জড়ানো ফুলের মালা, সিঁথিতে চওড়া সিঁদুর, নাকে নথ আর গা ভর্তি গয়না। নিজেই জানালেন পুজোয় কেনাকাটার সময় না পাওয়ায়, বান্ধবী এনে দিয়েছেন এদিন পরার শাড়ি। অন্যদিকে রিয়েলিটি অনুষ্ঠানের শ্যুটিং করতে গিয়ে আলাপ হওয়া বোন পাঠিয়েছেন নবদ্বীপ থেকে মা লক্ষ্মীর ঘাগরা, গয়না। অভিনেত্রীর কথায়, 'মা লক্ষ্মীর পোশাক, গয়না পাঠিয়েছেন তাঁর বরই'। প্রত্যেক বছর মা লক্ষ্মীকে সাজিয়ে তুলতে বেশ বেগ পেতে হলেও এবার সবই খুব মসৃণ হয়েছে। হাসতে হাসতে অভিনেত্রীর কথায়, 'ঠিক মনে হচ্ছে মা লক্ষ্মী নিজেই সব পরে নিচ্ছেন'। সন্ধ্যায় আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সারা হয়ে যাবে পুজো।
লক্ষ্মীপুজোর ভোগের দায়িত্বে অভিনেত্রীর মা। কী কী রয়েছে ভোগে? জানা গেল, 'খিচুড়ি, আলুর দম, সবরকম সবজি দিয়ে লাবড়া, পকোড়া, পাপড় ভাজা, চাটনি, মিষ্টি, পায়েস।' অন্যদিকে মা লক্ষ্মীকে লুচি, পাঁচরকম ভাজা, পায়েস সবই দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Ram Krishnaa: ২০০ পর্ব পার, দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশন 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের সেটে
চরম ব্যস্ততা থাকলেও লক্ষ্মীপুজোয় অপরাজিতা আঢ্য কাজ করেন না। তবে গতবছর ও এই বছরের ব্যস্ততা যে সত্যিই প্রবল তা স্বীকার করলেন নিজেই। অভিনেত্রীর কথায়, 'আসলে তার আগে ৫ বছর তো আমি সিরিয়াল করিনি। তারপর এখন তো সব বদলে গেছে। তার ওপর রিয়েলিটি শো আছে। সব মিলিয়ে খুবই ব্যস্ততায় কেটেছে। তার ওপর ছবির রিলিজ আছে।' সব আড্ডা শেষে অপরাজিতা আঢ্যর কণ্ঠে গান না থাকলে হয়? 'শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি...', গানে গানে শেষ হল আড্ডা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন