কলকাতা: দাম্পত্য নিয়ে জল্পনা চলছিলই, ইতিমধ্যেই সম্পর্ক আর ভালোবাসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরখা সেনগুপ্তের পোস্ট ঘিরে যেন ফের একবার প্রশ্ন উঠল। ইন্দ্রনীল সেনগুপ্ত আর বরখা সেনগুপ্ত। ১৩ বছরের দাম্পত্য এই তারকা জুটির। ছোট্ট এক মেয়েও রয়েছে তাঁদের। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আনফলো করেছেন বরখা। দাম্পত্যে চিড়? এ বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি তারকা দম্পতি।


আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন বরখা। সেখানে লেখা, 'তুমি বেশি ভালোবেসে বেশি কষ্ট পাবে নাকি কম ভালোবেসে কম কষ্ট পাবে? ভাবো। কারণ এটাই আসল প্রশ্ন।' তবে এই লেখাটি সংগ্রহ করা, বরখার নিজের লেখা নয়। সোশ্যাল মিডিয়ায় সেই কথাও জানিয়েছেন বরখা। এর পরের স্টোরিতেই ছোট্ট মেয়ের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।




বরখার ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও জ্বলজ্বল করছে ইন্দ্রনীলের সঙ্গে কাটানো একাধিক প্রেমের মুহূর্ত। সেই ঝলক রয়েছে ক্যাপশানেও। তবে সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আর ফলো করেন না বরখা। এই ছোট্ট পদক্ষেপেই গুঞ্জন শুরু হয়েছিল। দুজনেই ইনস্টাগ্রাম প্রোফাইলে অবশ্য সদ্য সময় কাটানোর কোনও ছবি নেই। তবে প্রোফাইল ভরে উঠেছে মেয়ের ছবিতে।


গুঞ্জন শোনা গিয়েছিল, আলাদা থাকছেন বরখা ও ইন্দ্রনীল। যদিও সেই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা।


বাংলা ও হিন্দিতে একাধিক ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল। ছোটপর্দাতে একাধিক ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন বরখাও। হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছুটি কাটানোর ছবি শেয়ার করতেন তাঁরা। আক্ষরিক অর্থেই অনেককে কাপল গোল দিতেন এই তারকা দম্পতি। তবে এত বছর পর তাঁদের দাম্পত্যে চিড় ধরেছে? উত্তর দেবে সময়। 


সম্পর্কের ভাঙা-গড়া দেখে অভ্যস্ত টলিউড। সম্প্রতি নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় হয়েছে। নুসরতের সঙ্গে নিখিলের বিচ্ছেদ অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তবে প্রত্যেকেই আপাতত ব্যস্ত নিজের কাজ নিয়ে। টলিউড যেমন সম্পর্কের আবেগে ভাসে, তেমনই শিখিয়ে দিয়ে যায় কঠিন পেশাদারিত্বও।