কলকাতা: ক্যানসারের সঙ্গেও যেন এত হাসি নিয়ে লড়াই করা যায়, তা যেন প্রত্যেক মুহূর্তে প্রমাণ করে দিচ্ছেন হিনা খান (Hina Khan)। লড়াইকে কীভাবে উৎসবে পরিণত করতে হয়, তা যেন তাঁর থেকে শেখাই যায়। কেমো চলছে বলিউড অভিনেত্রীর। আর তার ফলে স্বভাবই শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাঁর। শরীরে তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষতচিহ্ন। আর তা না লুকিয়ে অনায়াসে সবার সামনেই তুলে ধরছেন হিনা। সদ্য, চুল উঠে যাওয়ার ভয়ে নিজের লম্বা চুল একেবারে ছোট করে কেটে ফেলেছিলেন হিনা। আর এবার, নতুন পদক্ষেপ নিলেন তিনি।


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন হিনা। সেখানে দেখা গেল, হিনা বলছেন মানসিক স্বাস্থ্যের কথা। হিনার কথা থেকেই জানা গেল, চুল কেটে ফেলেও তিনি রক্ষা পাননি কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে। ছোট চুলও ঝরঝর করে পড়ে যাচ্ছে হিনার। আর সেটা তাঁকে যথেষ্ট বিব্রত করছে। সেই কারণে নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই কঠিন পদক্ষেপ নিলেন হিনা। তিনি ঠিক করলেন, আর ছোট চুল নয়, এক্কেবারে মুন্ডিত মস্তক হয়ে যাবেন তিনি। এতে চুলও পড়বে না আর মানসিকভাবে ভেঙেও পড়বেন না তিনি। 


যেমন ভাবা তেমন কাজ। হাতে ট্রিমার নিয়েই হিনা একটি ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি মানসিকভাবে ঠিক জায়গায় থাকলে শারীরিক লড়াইটাকেও জেতা যায়। একজন মেয়ে হিসেবে চুল ঝরা আমায় বিব্রত করতে। সেই কারণে আমি ভেবেছি একেবারে নেড়া করে ফেলব নিজের মাথা। এই মুহূর্তে যাঁরা আমার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের বলব যদি চুল ঝরা কষ্ট দেয়, তাহলে নিজের হাতে যেটা আছে সেটাই করুন। সব চুল ঝরে পড়ার আগে মুন্ডিত মস্তক হয়ে যান। এতে মানসিকভাবে শান্তি পাবেন। আর বিশ্বাস করুন, আপনাকে আরও সুন্দর দেখতে লাগবে। কিন্তু বদলাবে না। চুল থাকল আর না থাকল.. ভিতরের মানুষটা তো একই থাকবে।'


হিনা জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি উইগ বা পরচুলা পরবেন বটে। তবে নিজের এই মুন্ডিত-মস্তক লুকই তিনি যথেস্ট স্টাইলের সঙ্গেই ক্যারি করবেন বলে তাঁর বিশ্বাস। এই কথা বলার পরেই তাঁকে দেখা যায় ট্রিমার চালিয়ে সমস্ত চুল কেটে ফেলতে। তবে নিজের লুক এখনও পর্যন্ত আড়ালেই রেখেছেন হিনা। কমেন্টবক্স উপচে পড়ছে পাশে থাকার বার্তায়।


 






আরও পড়ুন: Arjun-Srija: 'মেয়ের জন্যই....' অর্জুন-সৃজার সম্পর্কে কী ফের নতুন সমীকরণ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।