মুম্বই: ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলা (200 Crore Extortion Case)। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে (Sukesh Chandrashekhar) গ্রেফতার করে চলছে জেরা। আগেই এই মামলায় নাম জড়িয়েছে দুই বলিউড নায়িকা নোরা ফতেহি (Nora Fatehi) এবং জ্যাকলিন ফার্নান্ডেজের (Javqueline Fernandez)। ইডির পক্ষ থেকে আগেই তাঁদের জেরা করা হয়েছে। আর আরও এক বলি অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হল এই মামলায়। 


আর এক বলি অভিনেত্রীর বয়ান রেকর্ড আর্থিক প্রতারণা মামলায়-


সম্প্রতি জানা গিয়েছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহির পর বয়ান রেকর্ড করা হল আর এক অভিনেত্রীর। তবে, এই অভিনেত্রী বড় পর্দার নন। বরং, ছোট পর্দাতেই তাঁর জনপ্রিয়তা নজরকাড়া। তিনি চাহাত খন্না। টিভি অভিনেত্রী চাহাত খন্নার (Chahatt Khann) বয়ান রেকর্ড করা হয় এদিন। সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ পিঙ্কি ইরানিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক তথ্য। অভিযুক্ত সুকেশের হয়েই পিঙ্কি ইরানি যোগাযোগ করতেন মডেল এবং অভিনেত্রীদের সঙ্গে। তাঁদের সুকেশের সঙ্গে দেখা করার কথা বলতেন কিংবা ফোনে কথা বলার প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ওই অভিনেত্রী ও মডেলদের দামী দামী উপহারও পাঠাতেন।


আরও পড়ুন - Pathaan Trailer: এইদিন মুক্তি পাবে শাহরুখ-দীপিকার 'পাঠান'-এর ট্রেলার


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 'বিগ বস' খ্যাত নিকি তম্বোলি, 'বড়ে আচ্ছে লগতে হ্যায়' খ্যাত চাহাত খন্না, সোফিয়া সিংহ, আরুশা পাতিল চন্দ্রশেখরের সঙ্গে দেখা করেন জেল চত্বরে। অভিযুক্ত নিজেকে দক্ষিণী ছবির প্রযোজক হিসেবে পরিচয় দেন। সূত্রের খবর, পিঙ্কি ইরানিই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ওই অভিনেত্রীদের দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন। চারজন অভিনেত্রীকেই দামী উপহার দেওয়া হয়েছিল। একাধিক নামী ব্র্য়ান্ডের উপহার দেওয়া হয়েছিল। অভিনেত্রী আরুশা পাতিলেক অ্যাকাউন্টে ৫.২০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়। অন্যদিকে, চাহাত খন্নাকে দু লক্ষ টাকা এবং নামী ব্র্যান্ডের ঘড়ি উপহার দেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদিন চাহাতের বয়ান রেকর্ড করা হয়।