কলকাতা: ১০ বছর পর লাইসট, ক্যামেরা, অ্যাকশান শুনছেন তিনি। জীবনে ফিরে এসেছে শ্যুটিং ফ্লোর, অভিনয়ের ব্যস্ততা। রাজনীতির জন্য এতদিন অভিনয় থেকে দূরে সরে থাকাকে 'নিজের ভুল' বলে মনে হয় এখন! তিনি দেবশ্রী রায়। জি বাংলার নতুন ধারাবাহিক সর্বজয়ার হাত ধরে দর্শক আবার ফিরে পাচ্ছেন অভিনেত্রী দেবশ্রীকে। পর্দায় ফেরার জন্য সর্বজয়ার চরিত্র বেছে নেওয়ার পিছনে কী লুকিয়ে রয়েছে কোনও গল্প? 'রুমকি-ঝুমকি' জুটি থেকে দেবশ্রী রায় হয়ে ওঠার যাত্রাটা কেমন ছিল? প্রত্যাবর্তনের আগে প্রত্যাবর্তনের গল্প শোনালেন পর্দার 'সর্বজয়া'।
রুপোলি পর্দার জনপ্রিয় নায়িকা, প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করা দেবশ্রীর বিনোদন জগতে আসার প্রথম ধাপ ছিল মঞ্চ। বরং অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না তাঁর। ভেবেছিলেন, নায়িকা অথবা গায়িকা হবেন। দেবশ্রী বলছেন, 'আমি সঙ্গীতশিল্পী না হলে নৃত্যশিল্পী হতাম। একইসঙ্গে একজন সঙ্গীতশিল্পীও হতাম। আমার পরিবারটাও গান বাজনার পরিবার। মায়ের স্বপ্ন ছিল, প্রত্যেক ছেলেমেয়েকে এমনভাবে তৈরি করবেন তাঁরা যেন ভবিষ্যতে খ্যাতি অর্জন করে। সবাই জানে, আমরা রুমকি-ঝুমকি দুই বোনের নামেই বিখ্যাত ছিলাম। এমন কোনও বড় জলসা সেসময় ছিল না যে আমাদের ছাড়া হয়েছে। অনেক বড় শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করেছি। অনেক সময় যখন ঘরোয়া আড্ডায় গান ধরি, অনেকে প্রশ্ন করে আমি গান শিখি কি না? তাঁদের বলি, আমি কখনও গান শিখিনি। কিন্তু খুব মন থেকে গানটা গাই। শুনে তাঁরা বলেন, মনেই হয় না যে আমি চর্চার মধ্যে নেই।'
দেবশ্রী রায় একসময়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেত্রী, কিন্তু পর্দায় ফেরার জন্য একজন গৃহবধূর চরিত্র বেছে নিলেন কেন? কোথায় মিল, অমিল ই বা কোথায়? পর্দায় 'সর্বজয়া' বলছেন, 'যখন সর্বজয়ার গল্পটা শুনেছিলাম, মনে হয়েছিল চরিত্রটা একটা ঝর্ণার মত। সে নিজের আনন্দে চলে। সবাইকে যে আপন করে নিতে পারে। কিন্তু সর্বজয়ার সঙ্গে দেবশ্রী রায়ের কিছু কিছু অমিলও আছে। দেবশ্রী রায় কিন্তু চ্যালেঞ্জ নিতে নম্বর ওয়ান। কেউ যদি কিছু বলে, দেবশ্রী রায় সেটা করে দেখাবে। অন্যদিকে সর্বজয়া একেবারে ঘরোয়া। তবে দেবশ্রী রায়ও ঘরোয়া। সর্বজয়ার মত দেবশ্রী রায়ও দায়িত্ব নেয়। কিন্তু সেটা অন্যভাবে।'
শ্যুটিং করতে গিয়ে যেমন মানুষের ভালোবাসা পেয়েছেন, বিপদের সম্মুখীনও হতে হয়েছে। একবার শ্যুটিং চলছিল পাগলাঝোরায়। খাদের ধারে একটি নাচ করার কথা দেবশ্রীর। অভিনেত্রী বলছেন, 'খাদের এমন একটা ধারে আমায় নাচতে হবে, যেখান থেকে একবার পা ফসকালেই খাদে। সেদিন মনে হয়েছিল, এমন একটা পেশাকে বেছেছি, সেখানে যখন খুশি যা খুশি হতে পারে। মনের জোর নিয়ে সেই শটটা দিয়েছিলাম। একবারেই ওকে হয়েছিল শটটা। সেদিন মনে হয়েছিল, ভবিষ্যতে এমন অনেক শট দিতে হতে পারে। অভিনেত্রী হিসাবে আমায় সেই দায়িত্ব পালন করতে হবে।'
আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে 'সর্বজয়া'। পর্দায় ফিরলেও দেবশ্রীর আফশোস, 'রাজনৈতিক কাজ ও এনজিওর কাজ সামলাতে গিয়ে গত ১০ বছর অভিনয়ের দিকে মন দিতে পারিনি। দূরে সরে এসেছিলাম।' ফিরে আসার কারণ? হাসতে হাসতে দেবশ্রীর উত্তর, 'আমার অগণিত অনুরাগী। তাঁরা আমায় প্রশ্ন করেন কবে আপনার অভিনয় দেখতে পাব আবার। তাঁদের জন্যই পর্দায় ফেরা।'