তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তিনি খ্যাতি, স্টারডম এই শব্দগুলিকে দেখেছেন খুব কাছ থেকে। বেঁচেছেন নিজের জীবন দিয়ে। তবে কখনও তিনি হেরে যেতে শেখেননি। চিরকাল চ্যালেঞ্জ নিয়েছেন, লড়াই করেছেন জীবনের আঘাত-প্রত্যাঘাতের সঙ্গেও। চেখে দেখেছেন সাফল্য। তিনি দেবশ্রী রায় (Debosree Roy)। কয়েক দশক পেরিয়েও, এখনও যেন খামতি পড়েনি তাঁকে নিয়ে উন্মদনায়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ, 'কেমিস্ট্রি মাসি' (Chemistry Mashi)। আর সেই সিরিজ নিয়ে কথা বলতে গিয়েই, এবিপি লাইভকে (ABP Live)-কে এক 'খ্যাতির বিড়ম্বনা'-র গল্প শোনালেন দেবশ্রী রায়। 


সাধারণ মানুষের মত বাঁচতে ইচ্ছে করে, ঘুরে বেড়াতে ইচ্ছে করে যেখানে খুশি... বিভিন্ন সময়ে এমন ইচ্ছাপ্রকাশ করেছেন একাধিক খ্যাতনামা তারকারা। অনেকেই আফশোস করেন, আগের মতো ফুচকা খেতে পারেন না বা সফর করতে পারেন না বাসে-ট্রেনে। সেই ইচ্ছা কি হয়েছিল দেবশ্রী রায়েরও? অভিনেত্রী বলছেন, 'আমি একবারই লুকিয়ে অটোয় চড়তে গিয়েছিলাম। ধরা পড়ে গিয়েছিলাম। মনে আছে, তখন মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) 'হাম' (Hum) ছবিটি। বাড়ির সবাই যাচ্ছে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। আমার জেদ চেপে গেল। সবাই আমায় বলল... 'গাড়ি নেই, কি করে যাবি?' আমি বললাম... 'যাবই'। একটা বোরখা পরলাম। তারপরে বেরিয়ে পড়তাম সবার সঙ্গে। একটা অটোয় উঠলাম, মুখ থেকে আড়াল কিন্তু সরালাম না। সিনেমাহলের সামনে পৌঁছে অটো থেকে নামলামও। হঠাৎ দেখি, অটোওয়ালা আমার দিদির থেকে কিছুতেই ভাড়া নিতে চাইছেন না। কারণ প্রশ্ন করায় উনি উত্তর দিলেন, 'আমি বুঝতে পেরেছি আজ আমার অটোয় কে উঠেছিলেন। কত দেখেছি ওঁর ছবি। বিশাল বড় ভক্ত ওঁর। আমি কিছুতেই টাকা নিতে পারব না।'


সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty) পরিচালনায় ওয়েব সিরিজে কাজ করলেন দেবশ্রী। এরপরে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র সঙ্গে 'শাস্ত্রী' (Shashtri) ছবিতে কাজ করছেন দেবশ্রী। কলকাতার বুকেই চলছে এই ছবির শ্যুটিং। সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)-প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি।


Debosree-Sourav Exclusive: মুখে কালি মেখে ৪ ঘণ্টা শ্যুটিং, রোজ 'কেমিস্ট্রি' মুখস্থ করা.. গল্পে দেবশ্রী-সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।