Hanooman GPT: প্রযুক্তির উন্নতির যুগে চ্যাটজিপিটি যে হারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তাঁর সঙ্গে পাল্লা দিতে ভারতে এবার নিজস্ব চ্যাটজিপিটি (BharatGPT) আনতে চলেছেন মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাত ধরে ভারতে আসছে নতুন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী মার্চ মাস থেকেই ভারতের বাজারে লঞ্চ হবে অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বিখ্যাত কিছু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সহায়তায় নির্মিত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল 'হনুমান' (Hanooman)।

Continues below advertisement

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সহায়তায় গড়ে ওঠা ভারতজিপিটি গ্রুপের তরফ থেকে মঙ্গলবার একটি প্রযুক্তিগত সম্মেলনে এর একটি মডেল প্রদর্শিত হয়। একটি ভিডিয়োতে (Hanooman) দেখান হয় যে, দক্ষিণ ভারতের একজন মোটরসাইকেল মেকানিক একটি এ আই বটকে তাঁর মাতৃভাষা তামিলে জিজ্ঞেস করছে, একজন ব্যাঙ্কার হিন্দিতে কথোপকথন চালাচ্ছে এবং হায়রদরাবাদে একজন ডেভেলপার এর সাহায্যে কম্পিউটারে কোড লিখছে। এই মডেলটি সফলভাবে লঞ্চ হলে ভারতের প্রযুক্তিগত ভিত্তিপ্রস্তর আরও অনেক মজবুত হবে। এই ভারতজিপিটি (BharatGPT) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এরপর ক্রমে ক্রমে ভারতের ১১টি ভাষায় এই হনুমান জিপিটি চালু করার বন্দোবস্ত শুরু করেছে সংস্থা। স্বাস্থ্য পরিষেবা, সরকারি পরিষেবা, অর্থনীতি এবং শিক্ষা মূলত এই চারটি ক্ষেত্রে জোর দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। ভারত সরকার, রিলায়েন্স জিও ইনফোটেনমেন্ট, বম্বের আইআইটি সংস্থা এদের যৌথ উদ্যোগেই নির্মিত হয়েছে এই হনুমান জিপিটি।

এর পাশাপাশি Sarvam and Krutrim এর মত স্টার্ট আপগুলিও এই কাজে সহায়তা করছে। ভারতে যে ওপেন সোর্স এআই মডেল (Hanooman) তৈরি হবে, তাঁর কারিগর হিসেবে এই সংস্থাগুলিও ভাগীদার। স্পিচ টু টেক্সট অর্থাৎ কথা বলা থেকে লেখার ক্ষমতা থাকবে এই হনুমান জিপিটিতে। ইউজার-ফ্রেন্ডলি করে তুলতে এর এই ব্যবস্থাটি অত্যন্ত ভাল বলে দাবি করছেন অনেকেই। টেলিকম মেজর রিলায়েন্স জিও পরিকল্পনা (BharatGPT) করেছে যে নির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা কাস্টমাইজড মডেল তৈরি করা হবে। রিলায়েন্স জিও ব্রেন তৈরির কাজেও নিয়োজিত বলে জানা গিয়েছে। এর মাধ্যমে সারা দেশের ৪৫০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে AI ব্যবহারের সুবিধে ছড়িয়ে দেওয়া হবে।   

Continues below advertisement

গত বছর একটি ইভেন্ট চলার সময় রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ অম্বানি ২০১৪ সাল থেকে জানিয়েছিলেন যে ২০১৪ সাল থেকে আইআইটি বম্বেতে এই প্রকল্পের বিষয়ে কাজ করার কথা ভেবেছিলেন। এমনকী তিনিই সেই সভায় জানিয়েছিলেন জিও ২.০-র সঙ্গে ভারতজিপিটি আসবে ভারতের বুকে।   

আরও পড়ুন: Smartphones Under Rs 8000: ভারতে এখন ৮০০০ টাকার কমে কিনতে পারবেন এই ৫ ফোন