মুম্বই: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে সাম্প্রতিক হামলার বিরুদ্ধে সারা দেশেই প্রতিবাদে পথে নেমেছেন যুবসমাজ। যুবসমাজের এই প্রতিবাদে সন্তোষ ব্যক্ত করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি বলেছেন, আমরা যে সোচ্চার হয়েছি, তা নিয়ে আমি গর্বিত।
তরুণ সমাজের এই প্রতিবাদ সম্পর্কে দীপিকাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আমি গর্বিত যে আমরা নিজের কথা বলতে ভয় পাইনি এবং আমরা এ ব্যাপারে ভাবছি, নিজেদের ভবিষ্যত সম্পর্কে ভাবছি।
দীপিকা বলেছেন, যেভাবে যে কোনও ইস্যুতেই আমরা পথে নামি, তাতে আমি গর্বিত। যদি আমরা সমাজে পরিবর্তন দেখতে চাই এবং নিজেদের কথা বলতে চাই, তাহলে আমাদের এমনটাই করা উচিত।

উল্লেখ্য, দেশের জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে বলিউড তারকাকা তাঁদের বক্তব্য জানাতে দ্বিধা করছেন না। জেএনইউ-তে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলার নিন্দা করেছেন বলিউড তারকারা। এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সেলিব্রিটিরা তাঁদের মতামত জানিয়েছেন। অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা ও গৌহর খানের মতো তারকারাও শুধু নিজেদের মতামত জানানোই নয়, বিক্ষোভ প্রদর্শনেও সামিল হয়েছেন।
উল্লেখ্য, জেএনইউ-তে হামলার ঘটনার প্রতিবাদে দেশের বহু শহরে পথে নেমেছেন পড়ুয়ারা। সোমবার রাতে মুম্বইয়ে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়ে অনেক তারকাই জেএনইউ-র পড়ুয়া ও শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।