কলকাতা: তাঁর খোলা কাঁধে পিছলে পড়ছে অস্কারের মঞ্চের আলো, হিরের গয়নায় আভিজাত্যের ঝলকানি, কালো মারমেড গাউনে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়.. অস্কারের মঞ্চে আজ চর্চায় রইলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর তাঁর ফ্যাশান। ঠিক কী বিশেষত্ব ছিল বলিউডের 'পাঠানি'-র সাজে?


লুই ভিত্তোঁর কালো রঙের ব্যাকলেস বল গাউন বেছেছিলেন দীপিকা। এই ধরনের পাশ্চাত্য গাউন পরিচিত মারমেড গাউন হিসেবে। অনেকটা মারমেড বা মৎস্যকন্যার মতো আকৃতি হওয়াতেই গাউনের এই ধরণের নামকরণ। লুই ভিতোঁর কালো গাউনে দীপিকা অপরুপা, নজর ফেরানো দায় 'পদ্মাবত'-এর দিক থেকে। পোশাকের সঙ্গে মানানসই কালো অপেরা গ্লাভসে পেলব হাত ঢেকেছিলেন দীপিকা।


গয়নার ব্যাপারেও দীপিকার পছন্দ দেখবার মতোই। কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের হালকা হলুদ ওয়াটার ড্রপ লকেট পরেছিলেন দীপিকা। গ্লাভসে ঢাকা হাতে ছিল হিরের ব্রেসলেট ও হিরের আংটি। কানে কোনও গয়না পরেননি অভিনেত্রী। মাঝখানে সিঁথি করে হালকা হাতে খোঁপায় সাজ সম্পূর্ণ করেছিলেন দীপিকা। সোনালি কালো চুলে ঢাকা ছিল কানের অর্ধেক। 


কাঁধখোলা গাউনে স্পষ্ট দীপিকার বিউটি বোন। পেলব ত্বকে যেন চলকে পড়ছে অস্কারের মঞ্চের সোনালি আলো। হালকা বেস মেকআপ, উইঙ্কড আইলাইনারের সঙ্গে হালকা বাদামি আইলাইনার ও ন্যুড লিপস্টিক বেছেছিলেন দীপিকা। কিন্তু সবথেকে বেশি নজর কেড়েছে দীপিকার হাসি। সেখানেই যেন সম্পূর্ণ হয়েছে তাঁর সাজ। এলো খোঁপা আড়ালে উঁকি দিচ্ছিল দীপিকার ঘাড়ের নতুন ট্যাটুও। ‘৮২°ই’।


আরও পড়ুন: Chanchal Chowdhury: ঢাকা শহরের জ্যাম নিয়ে অভিযোগ চঞ্চলের, লিখলেন, 'বাবা মায়েদের যুদ্ধের কথা'


মঞ্চে উঠে খুব অল্প কথাতেই নিজের বক্তব্য শেষ করলেন দীপিকা। তিনি মঞ্চে উঠতেই উঠল হাততালির ঝড়। প্রত্যেক কথাতেই দীপিকা থামলেন, ফিরিয়ে দিলেন হাসি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দীপিকার সেই ছোট্ট বক্তব্য। তবে তাঁর সাজ নিয়ে প্রশংসার পাশাপাশি চর্চাও হল বিস্তর। অনেকেই বলেছেন ‘ব্রেকফাস্ট অ্যাট টিফনি’জ়’ ছবিতে অভিনেত্রী অড্রে হেপবার্নের লুক থেকেই অনুপ্রাণিত হয়ে অস্কারের মঞ্চে সেজেছিলেন দীপিকা।


বিতর্ক হোক বা প্রশংসা, দীপিকা সত্যিই অনন্যা। অস্কারের মঞ্চ থেকে আজ যেমন দেশের জন্য জোড়া পালক নিয়ে এল 'নাটু নাটু' আর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স', তেমনই প্রথমবার উপস্থাপক হিসেবে অস্কারের মঞ্চে উপস্থিত থেকে দেশকে গর্বিত করলেন দীপিকা পাড়ুকোনও।