নয়াদিল্লি: খুব শীঘ্রই পরিবারে নতুন অতিথি আসতে চলেছে টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর (Television actor Dipika Kakar) ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিমের (Shoaib Ibrahim)। এরই মধ্যে বিশেষ ঘোষণা অভিনেত্রীর। অভিনয় ছেড়ে দিচ্ছেন দীপিকা, মন দেবেন পরিবারের প্রতি ও উপভোগ করবেন মাতৃত্ব (motherhood)। 


অভিনয় ছাড়ছেন অভিনেত্রী দীপিকা কক্কর


মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে তিনি আর কাজ করতে চান না, বরং এখন তিনি 'গৃহবধূ ও মা' হয়েই থাকতে চান। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, 'আমি এই অন্তঃসত্ত্বাকালীন সময় খুবই উপভোগ করছি এবং প্রথম সন্তানের জন্য উত্তেজিত। এই উত্তেজনাটা অন্য পর্যায়ের। আমি খুব অল্প বয়সে কাজ করা শুরু করি এবং টানা ১০-১৫ বছর একনাগাড়ে কাজ করেছি। আমার অন্তঃসত্ত্বা হওয়ার পর আমি শোয়েবকে বলি যে আমি আর কাজ করতে চাই না এবং অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহবধূ ও মা হিসেবে জীবন কাটাতে চাই।'


'সসুরাল সিমর কা' ও 'কাহাঁ হম কাহাঁ তুম'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন দীপিকা। 'বিগ বস সিজন ১২'-এর বিজয়ী ছিলেন তিনি। একসঙ্গে 'সসুরাল সিমর কা' ধারাবাহিকে কাজ করার পর ২০১৮ সালে শোয়েব ও দীপিকা সাত পাকে বাঁধা পড়েন। 


২০২৩ সালের জানুয়ারি মাসে পরিবারে নতুন অতিথির আগমনের কথা ঘোষণা করেন দীপিকা ও শোয়েব। কিন্তু এই বিষয় নিয়েও হয় বিতর্ক। অনেকেই বলেন দীপিকার মা হওয়ার খবর 'ভুয়ো'। মার্চ মাসে তাদের সকলকের বিরুদ্ধে মুখ খোলেন হবু মা। 


অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন ইউটিউবে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আর কত নেতিবাচকতা ছড়াবেন আপনারা? গর্ভাবস্থাই হোক, বা উদযাপন বা পেশা, বা স্বামী-স্ত্রীর সম্পর্ক, আপনাদের নেতিবাচকতা ছড়াতেই হবে। এবং তারপর আপনারা আমাদের 'নকল' বলে কটাক্ষ করেন? আমরা নাটক করি?'


আরও পড়ুন: Weight Loss Program : ওজন কমাতে কীভাবে সাহায্য করে থালার মাপ ! অবাক করবে পুষ্টিবিদের এই ভিডিও


তিনি আরও বলেন, 'আমি তো নাটকবাজই, তকমা প্রাপ্ত। ঠিক আছে, এরকম তো কী করব? আমার গর্ভাবস্থা নিয়ে আপনারা যেমন মন্তব্য করেন, সেগুলো কি ঠিক? একজন অন্তঃসত্ত্বা মহিলাকে যা খুশি তাই বলছেন সেগুলো কি ঠিক?'


প্রসঙ্গত, দীপিকা কক্কর একটি ভ্লগ চালান, যার নাম 'দীপিকা কি দুনিয়া'। সেখানেই নিজের জীবন ও কাজ সম্পর্কে অনুরাগীদের নানা আপডেট দেন তিনি।