মুম্বই: ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দ্রাষ্টি ধামি (Drashti Dhami)। 'গীত- হুই সবসে পেয়ারি', 'মধুবালা- এক ইশক এক জুনুন' এবং আরও বেশ কিছু ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখেছে দর্শক। ছোট পর্দার পরিচিত মুখ দ্রাষ্টি ধামি করোনায় (Coronavirus) আক্রান্ত। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর করোনায় (Covid19) আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন অভিনেত্রী। এগিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি একটি ছবি পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।


অভিনেত্রী দ্রাষ্টি ধামি এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর নতুন ওয়েব সিরিজ 'দ্য এম্পায়ার' দেখছেন। পাশে রাখা রয়েছে কিছু ফুল এবং সঙ্গে কিছু চকোলেট। ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'করোনার তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার সময় কিছু ভালো জিনিসও আমাকে সঙ্গ দিচ্ছে। সৌভাগ্যবশত আমি এখনও কিছুটা স্বাদ এবং গন্ধ পাচ্ছি। এই লিলি ফুলগুলোর গন্ধ আমি পাচ্ছি। আবার এই চকোলেটগুলোর স্বাদও আমি অস্প অল্প পাচ্ছি। এভাবেই সকলের ভালোবাসা চাই। ভালোবাসা এবং ভালো খাবার।' এরইসঙ্গে তাঁর নতুন ওয়েব সিরিজ 'দ্য এম্পায়ার' দেখার কথা অনুরাগীদের মনে করিয়ে দিতে ভোলেননি তিনি।


আরও পড়ুন - Top Entertainment News Today: করোনায় আক্রান্ত একাধিক তারকা, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর


এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন অভিনেত্রী দ্রাষ্টি ধামি। সেখানেই বর্ষবরণ উদযাপন করেছেন। নিউ ইয়ার সেলিব্রেশনের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 


প্রসঙ্গত, বলিউডে একের পর এক অভিনেতার উপর করোনার হানা। একতা কপূর, সস্ত্রীক জন আব্রাহাম, সপরিবারে নকুল মেহতা, অর্জুন বিজলানি, নোরা ফতেহি, ম্রুণাল ঠাকুর, প্রেম চোপড়া, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া সস্ত্রীর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী ভর্তি রয়েছেন মুম্বইয়ের লীলাবতী হাতপাতালে।