মুম্বই: নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো রুখতে চালু হওয়া লকডাউনে জীবিকা খুইয়ে চরম বিপদে পড়া ইন্ডাস্ট্রির অসংখ্য কলাকুশলী, কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের প্রথম সারির তারকারা। তাঁদের আর্থিক সাহায্য করেছেন। আবার সোনু সুদের মতো কেউ কেউ দায়িত্ব নিয়ে দেশের নানা শহরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাসে, বিমানে নিজেদের ঘরে পাঠিয়ে সামাজিক সচেতনতার নজির গড়েছেন। এমনই মানবিক মুখ দেখা গেল বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের সিদ্ধান্তে। অমৃতার বাড়িতে ভাড়া দিয়ে থাকেন কয়েকজন। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের জীবন-জীবিকা থমকে গিয়েছে। বাড়িভাড়া মেটানোর সাধ্য নেই অনেকের। অমৃতা মার্চ থেকে জুলাই-তাঁদের চার মাসের বাড়িভাড়া মকুবের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, আমার ভাড়াটেদের কয়েকজন ফ্রিল্যান্স পেশায় যুক্ত। কেউ অভিনয় করেন, কেউ সিনেমোটোগ্র্যাফি করেন। এমন পেশায় নির্দিষ্ট মাসিক রোজগারের গ্যারান্টি নেই। অতিমারী আমাদের সবাইকে চরম সঙ্কটে ফেলেছে। তাঁরা ভেবেছেন, বাড়িতে পরিবারের কাছে ফিরে গেলে তুলনামূলক নিরাপদ থাকবেন। আমার মনে হয়েছে, এই পরিস্থিতিতে ওঁদের কষ্ট উপলব্ধি করে আমার পক্ষে যতটা বেশি সম্ভব, সাহায্য করা উচিত।
অমৃতা একইসঙ্গে বলেছেন, তবে যেসব ভাড়াটে ফ্ল্যাট দখল করে রেখেছেন, কাজ হারাননি, তাঁদের লকডাউনের অজুহাত দেখিয়ে বাড়িভাড়া ফেলে রেখে অকারণে বাড়িওয়ালাকে সমস্যায় ফেলাও উচিত নয়, যা লকডাউনে একটা বড় অত্যাচার হয়ে উঠেছে।
নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি ‘ঠাকরে’-তে শেষ দেখা গিয়েছিল অমৃতাকে।