মুম্বই: ৬ মার্চ জন্মদিন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের (Janhvi Kapoor)। আর এই বিশেষ দিনে নিজের তেলুগু ডেবিউয়ের (Telugu Debut) ঘোষণা করলেন অভিনেত্রী। ছবির নাম 'এনটিআর ৩০' (NTR 30)। আগেই শোনা গিয়েছিল তাঁকে দেখা যাবে জুনিয়র এনটিআরের (NTR Jr.) বিপরীতে, সেই খবরেও পড়ল সিলমোহর।
জাহ্নবীর তেলুগু ডেবিউ, বিপরীতে জুনিয়র এনটিআর
আসছে 'এনটিআর ৩০'। তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন জাহ্নবী কপূর। ৬ মার্চ, তাঁর জন্মদিনে প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক। নিজেই পোস্ট করে জানালেন জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার কথা। তেলুগু এই অ্যাকশন ছবির পরিচালনা করবেন কোরাতালা শিবা।
এদিন ছবির প্রথম পোস্টার শেয়ার করে জাহ্নবী ক্যাপশনে লেখেন, 'অবশেষে এটা হচ্ছে। আমার প্রিয় জুনিয়র এনটিআরের সঙ্গে যাত্রা শুরু করার জন্য তর সইছে না।' পোস্টারে জাহ্নবীকে দেখা যাচ্ছে শাড়ি পরে বসে আছেন পাথরের ওপর। পিছন ফিরে স্নিগ্ধ চোখে তাকিয়ে আছেন। পোস্টারে লেখা, 'ঝড়ের মধ্যে শান্তি। যাত্রা শুরু করতে তৈরি জাহ্নবী কপূর।' এই ছবির হাত ধরেই তেলুগু ছবিতে যাত্রা শুরু করতে চলেছেন জাহ্নবী।
প্রসঙ্গত, 'জনতা গ্যারাজ'-এর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন কোরাতালা শিবা ও জুনিয়র এনটিআর। তাঁদের একসঙ্গে কাজ 'এনটিআর ৩০'ও (NTR 30) আসতে চলেছে। সূত্রের খবর, মার্চ মাস থেকে শ্যুটিং শুরু হবে।
প্রসঙ্গত, এর আগে একটি সাক্ষাৎকারে জাহ্নবী কপূর জানিয়েছিলেন তিনি জুনিয়র এনটিআর ও বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে আগ্রহী। অবশেষে তাঁর ইচ্ছা তবে পূর্ণ হতে চলেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল থ্রিলার ছবি 'মিলি'তে। তাঁর প্রথম ছবি 'ধড়ক', অভিনেতা ঈশান খট্টরের বিপরীতে অভিনয় করেছিলেন। প্রথম ছবি বক্স অফিসে ভালই সাফল্য লাভ করেছিল। 'হিট' হিসেবেই ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, জুনিয়র এনটিআরের 'আর আর আর' ঝড় তুলেছে গোটা দুনিয়ায়। এই ছবির হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব' অ্যাওয়ার্ড এসেছে। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিতে এনটিআরের সঙ্গে ছিলেন রাম চরণ। এছাড়া বলিউডের আলিয়া ভট্ট, অজয় দেবগণ, শ্রিয়া সরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: স্ত্রীর একের পর এক অভিযোগের প্রেক্ষিতে প্রথম মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি
দক্ষিণের তারকাদের বলিউডে অভিনয় বা বলিউডের তারকাদের দক্ষিণের ছবিতে কাজ এখন নব উদ্যমে শুরু হয়েছে বলাই ভাল। প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফও কাজ করছেন দক্ষিণের তারকা বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস' ছবিতে। পরিচালনায় শ্রীরাম রাঘবন।