প্রকাশ সিন্হা, কলকাতা: অবশেষে কাটতে চলেছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট। এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, 'হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেল কর্তৃপক্ষকে নির্দেশ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের।


এদিন এও বলা হয়, 'কলকাতায় কেন্দ্রের অধীনে থাকা হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। ফিটনেস দিলে হাসপাতালেই ইডির হাতে হস্তান্তর করতে হবে। তারপর হাইকোর্টের নির্দেশ মতো অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে ইডি'।                                        


অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে টানাপোড়েনের মাঝে, হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে, রাজ্য পুলিশ ও ইডি-র দায় এড়ানো নিয়ে প্রশ্ন তুলল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সরকারি আইনজীবীকে বিচারকের প্রশ্ন, হাইকোর্টের নির্দেশে অনুব্রতকে আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের। কলকাতার হাসপাতালে ফিটনেস সার্টিফিকেট মেলার পর, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডি-র হাতে তুলে দেওয়ার কথা। তাহলে জটিলতা কীসের? সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এরপরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ডেপুটি কমিশনার সেন্ট্রাল জোন সরকারি আইনজীবীর সঙ্গে কথা বলেন।                                                                                     


আরও পড়ুন, অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে ধোঁয়াশা, কী করণীয়, জানতে চাইবে আসানসোল জেল কর্তৃপক্ষ


অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে রাজ্য পুলিশ ও ইডি-র দায় এড়ানো নিয়ে প্রশ্ন তোলে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে প্রশ্ন আদালতের। বলা হয়, 'অনুব্রতকে আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের। হাইকোর্টের নির্দেশে এই দায়িত্ব রাজ্য পুলিশের। কলকাতার হাসপাতালে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এরপর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডি-র হাতে তুলে দেওয়ার কথা। তাহলে জটিলতা কিসের ?' সরকারি আইনজীবীকে প্রশ্ন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারকের।