বীরু দেবগন ২৭ মে মারা যান। বয়স হয়েছিল ৮৫। আত্মার শান্তি কামনা করেই পুত্রবধূর এই বার্তা। "হিম্মতওয়ালা", "মিস্টার ইন্ডিয়া", "খতরো কে খিলাড়ি","ফুল অউর কাঁটে" প্রভৃতি ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। নির্দেশনা করেছেন "হিন্দুস্তান কি কসম" ছবিটি। বীরু দেবগনের মৃত্যুতে আবেগী বার্তা কাজলের, কী লিখলেন তিনি পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2019 02:27 PM (IST)
কাজল লিখেছেন, নিজেকে প্রমাণ করতে একটা গোটা জীবন লেগে গেল তাঁর।
মুম্বই: অজয় দেবগনের বাবা, শ্বশুরমশাই বীরু দেবগনের মৃত্যুতে বেশ ভেঙে পড়েছেন অভিনেত্রী কাজল।মৃত্যুর দিন নিজেকে ধরে রাখতে পারেননি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ঐশ্বর্যা রাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। মঙ্গলবার কাজল শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে লেখেন একটি আবেগী বার্তা। কাজল লিখেছেন, "জীবনের ভাল সময়...সেদিন উনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কিন্তু নিজেকে প্রমাণ করতে একটা গোটা জীবন লেগে গেল তাঁর।"