সাউদাম্পটন: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের নায়ক রোহিত শর্মা। তাঁর ১২২ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে ভারত। এই ম্যাচে দলকে জেতানোর পাশাপাশি একটি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন রোহিত। তিনি একদিনের আন্তর্জাতিকে ২৩-তম শতরান করে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গিয়েছেন। একদিনের আন্তর্জাতিকে সৌরভের শতরানের সংখ্যা ২২। এতদিন তিনিই ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি শতরানকারী ব্যাটসম্যানের তালিকায় তিন নম্বরে ছিলেন। এবার সেই জায়গায় চলে এলেন রোহিত। তাঁর আগে শুধু বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকর।
এবারের বিশ্বকাপে এশিয়ার কোনও দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতরান করেছেন রোহিত। বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় শতরান। পাশাপাশি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটা কোনও ভারতীয় ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে ১৩৭ রান করেছিলেন শিখর ধবন।