কলকাতা: তাঁদের বাড়িতে প্রত্য়েক বছরই মহা সমারোহে পুজোয় হয়। আর বাড়ির পুজো বলতেই তো চাঁদের হাট। প্রত্যেক বছরেই তাঁদের বাড়ির পুজোয় তারকা সমাগম হয়। বাদ গেল না এই বছরেও। মুম্বইতে কাজলের (Kajol) এর বাড়ির পুজোয় চাঁদের হাট। সেখানে কে নেই। আর সেই পুজোর অগ্রভাগে যথারীতি রইলেন কাজ। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাবার দেওয়া, প্রত্যেকটা বিষয়েই তাঁর উজ্জ্বল উপস্থিতি। তবে এত কাজের মধ্যে কার ওপর চটলেন বলিউডের অন্যতম অভিনেত্রী? 


সোশ্যাল মিডিয়ায় একাধিক ক্লিপিংস ছড়িয়ে পড়েছে তাঁর। তার একটিতে দেখা যাচ্ছে, ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়িয়েই কাজল লক্ষ্য করেন কিছু মানুষ জুতো পরে মা দুর্গার মণ্ডপে চলে এসেছেন। কাজল সেখানে দাঁড়িয়েই মানা করেন। এরপরে একটি মাইক নিয়ে তাঁকে বলতে শোনা যায়, 'যাঁরা যাঁরা জুতো পরে রয়েছেন দয়া করে মণ্ডপের বাইরে বেরিয়ে যান। মা দুর্গার প্রতি সম্মানটুকু দেখান।'


এই একবার নয়, এর আগেও চটে যেতে দেখা যায় কাজলকে। সেই সময়ে তিনি খাবার পরিবেশন করছিলেন অতিথিদের। সেই সঙ্গে কিছু একটা খাচ্ছিলেন নিজেও। সেই দৃশ্যই ফোনে রেকর্ডিং করছিলেন অতিথিদের একজন। সেটা কাজলের চোখে পড়তেই তিনি রেগে যান। ওই ব্যক্তির কাছে এগিয়ে এসে তিনি বলেন, 'ফোন বন্ধ করুন। এখানে খাবার পরিবেশন করা হচ্ছে। এটা রেকর্ডিং করার জায়গা নয়।' সঙ্গে সঙ্গে কাজলের নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে বাধা দেন। 


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটু দৃশ্য। সেখানে দেখা গিয়েছে, পুত্র যুগ কাজলকে জড়িয়ে ধরে আদর করছে, চুম্বন করছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মা ছেলের সেই মিষ্টি মুহূর্ত। মন্ডপে হাজির ছিলে অজয় দেবগণও। তাঁর সঙ্গে কাজলের রসায়নও চোখে পড়ল। এই বাড়ির পুজোর ওপর সবারই নজর থাকে প্রত্যেক বছর। ফলে প্রত্যেকটা মুহূর্তই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 


 






আরও পড়ুন: Devoleena Bhattacharjee: লাল পাড় সাদা শাড়ি, মুম্বইয়ের পুজো.. হবু মা দেবলীনার দুর্গোৎসব কেমন কাটছে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।