কলকাতা: ১০ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। আর শহর জুড়ে উৎসবের মেজাজ। তার মধ্যেই ঘরোয়া জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। কেক কাটা, পরিবারের সঙ্গে ছবি নবমীর দিন শেয়ার করে নিলেন যশ। সেখানে তাঁর পুত্রের দেখা না মিললেও, দেখা মিলল নুসরত জাহান (Nusrat Jahan)-এর। তাঁকে দেখা গেল যশকে কেক খাইয়ে দিতে। 


যশের জন্মদিনে আনা হয়েছিল সুপার-ড্যাড লেখা কেক। তাঁদের এক পুত্র রয়েছে, ঈশান। তাঁকে ঘিরেই যশ ও নুসরতের জীবন এখন। কাজের পাশাপাশি পুত্রকেও সময় দেন তাঁরা। তিনজনে মিলে একসঙ্গে সফরেও যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছোট্ট ঈশানের ছবি প্রকাশ্যে এনেছিলেন নুসরত। এতদিন তিনি আড়ালেই রেখেছিলেন ছেলের ছবি। তবে ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ঈশানের ছবি শেয়ার করে নিয়েছিলেন নুসরত। 


যশের জন্মদিনে তাঁর জন্য আনা হয়েছিল সুপার-ড্যাড লেখা একটি কেক। নুসরত সবসময়েই বলে এসেছেন যশ বাবা হিসেবে খুবই ভাল। যশের কেকেও লেখা ছিল সেই বার্তাই। আরও একটি ছবিতে দেখা গেল, যশকে কেক খাইয়ে দিচ্ছেন নুসরত। অভিনেত্রীর পরণে একটি শাড়ি, যশ সেজেছেন কালো শার্টে। একটি সাদা শার্ট পরে কেক কাটতে দেখা গেল যশকে। বর্তমানে যশ ও নুসরত মিলে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। 


সোশ্যাল মিডিয়ায় যশ সেই ছবি শেয়ার করে লিখেছেন, 'আমায় যাঁরা ভালবাসার বার্তা পাঠিয়েছেন, আশীর্বাদ পাঠিয়েছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সবার জন্য় আমার ভালবাসা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে অভিনেতাকে শুভেচ্ছাও জানিয়েছেন সবাই। যশের পরিবারকেও ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। নুসরত যশের জন্মদিনে বিশেষ কোনও পোস্ট করেননি বটে, তবে ভালবাসার মানুষটির জন্য জন্মদিনে যে ছবি শেয়ার করে নিয়েছেন তিনি, তাতেই বোঝা গেল বিশেষ দিনটা ভাল করেই উদযাপন করেছেন তাঁরা।


 






আরও পড়ুন: Madhumita Sarkar: অষ্টমীর সকালে 'নতুন শুরু'! প্রেম করছেন মধুমিতা, প্রকাশ্যে আনলেন সেই কথা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।