নয়াদিল্লি: অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) তাঁর আগামী ছবির জন্য হাত মেলাতে চলেছেন প্রযোজক সন্দীপ সিংহের (Sandeep Singh) সঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবি একটি বিগ-বাজেট প্রোডাকশন (Big Budget Production), এবং আগামী বছর শুরু হবে শ্যুটিং।
'বিগ বাজেট' ছবি নিয়ে আসতে চলেছেন কঙ্গনা রানাউত
সন্দীপ সিংহের সঙ্গে বড় বাজেটের ছবিতে হাত মেলাতে চলেছেন কঙ্গনা রানাউত। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে। খুব শীঘ্রই ছবির নির্মাতারা পরিচালক ও ছবির নাম ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
'ফ্যাশন', 'তনু ওয়েডস মনু' সিরিজ, 'ক্যুইন' ও 'পঙ্গা'র মতো ছবিতে অভিনয় করা কঙ্গনা রানাউতের কথায় আসন্ন এই ছবি তাঁর 'কেরিয়ারের সবচেয়ে বড় ছবি' হবে। ৩৬ বছর বয়সী অভিনেত্রীর কথায়, 'সন্দীপ আর আমি প্রায় ১৩ বছর ধরে বন্ধু এবং অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করতে চেয়েছি। এখন যখন আমরা সঠিক বিষয় ও চরিত্র খুঁজে পেয়েছি এবার আমরা কাজ শুরু করতে তৈরি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ছবি হতে চলেছে এবং দুর্দান্ত একটা চরিত্র, খুব শীঘর্ই আরও তথ্য ভাগ করে নেওয়া হবে।'
সন্দীপ সিংহ এর আগে 'মেরি কম', 'আলিগড়', 'সরবজিৎ', 'ঝুন্ড'-এর মতো সিনেমার প্রযোজনা করেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত সন্দীপ সিংহ জানান, এটা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়া। সন্দীপ বলেন, 'এর আগে আমি ওঁকে যে যে ছবির অফার দিয়েছিলাম তা অভিনেত্রী হিসেবে তাঁর যোগ্যতার ধারেকাছে ছিল না। ফলে আমি সঠিক ছবির অপেক্ষায় ছিলাম। কঙ্গনার অভিনয় ক্ষমতার কথা মাথায় রেখে তেমন একটা ভাল চিত্রনাট্য খুঁজে পাওয়া চ্যালেঞ্জ ছিল। এখন যখন আমার কাছে একটা ভাল বিষয় আসে যেটা শুধু তিনিই করতে পারেন, আমি ওঁর সঙ্গে যোগাযোগ করি। আর এবার কঙ্গনাও না করতে পারেননি। এই ছবি ও চরিত্র হয়ে উঠবে সবচেয়ে সম্মানীয় ও স্মরণীয়। গোটা বিশ্বের প্রত্যেক ভারতবাসী এই ছবিকে পছন্দ করবেন।'
আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন
প্রসঙ্গত, কঙ্গনা রানাউতকে এরপর দেখা যাবে 'এমার্জেন্সি' (Emergency) ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে। এই ছবির পরিচালনাও কঙ্গনার। ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রসঙ্গত, 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন