Blackheads: ব্ল্যাকহেডসের (Blackheads) সমস্যায় অনেকেই ভুক্তভোগী। বিশেষ করে গরমের মরসুমে ব্ল্যাকহেডসের সমস্যা বেড়ে যায়। কারণ যেহেতু এই মরসুমে ঘাম বেশি হয়, তাই নাকের উপরের অংশে সহজে ময়লা জমাটবদ্ধ হতে পারে। ব্ল্যাকহেডসের দূর করার জন্য নিয়মিত পরিচর্যা প্রয়োজন। বাড়ি বসেই এই পরিচর্যা করতে পারবেন আপনি। শুধু প্রয়োজন হবে, আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে এরকম কিছু সাধারণ উপকরণ। এইসব উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারবেন মাস্ক, যা ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করবে।
ব্ল্যাকহেডস দূর করতে কী কী উপকরণ ব্যবহার করবেন
টি ট্রি অয়েল এবং অ্যালোভেরা জেল- টি ট্রি অয়েল সব সময়েই ত্বকের পরিচর্যার জন্য খুবই প্রয়োজনীয় উপকরণ। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কিছুটা অ্যালোভেরা জেল। এই মিশ্রণ দিয়ে প্রতিদিন ব্ল্যাকহেডসের জায়গায় ম্যাসাজ করুন। স্নানের আগে মিনিট ১৫-২০ এই মিশ্রণ দিয়ে নাকের উপরের অংশে ম্যাসাজ করে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। টানা এক সপ্তাহ এই মিশ্রণ ব্যবহার করলে আপনি দল পাবেন হাতেনাতে।
মধু, লেবুর রস এবং চিনি- সামান্য মধু, পাতিলেবুর রস আর চিনি মিশিয়ে তৈরি করে নিতে পারেন একটি মাস্ক বা স্ক্রাব। এক্ষেত্রে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ দিয়ে নাকের উপরে জমে থাকা ব্ল্যাকহেডসের মধ্যে ম্যাসাজ করতে থাকলে, কয়েকদিন পরেই ব্ল্যাকহেডস দূর হবে এবং সমস্ত দাগছোপ মিলিয়ে যাবে।
কফি এবং নারকেল তেল- কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে প্রতিদিন স্নানের আগে নাকের উপরে থাকা ব্ল্যাকহেডসের জায়গায় ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন মিনিট ১০-১৫ ধরে এই ম্যাসাজ চালু রাখলে সাতদিনেই তফাত বুঝতে পারবেন আপনি।
ওটস এবং বেকিং সোডা- সামান্য অলিভ অয়েলের মধ্যে ওটস (গুঁড়ো) এবং বেকিং সোডা দিয়ে তৈরি করে নিন ফেসস্ক্রাব। এই মিশ্রণ আপনার ত্বকে মাস্কের কাজও করবে। ব্ল্যাকহেডসের পাশাপাশি ত্বকের যাবতীয় কালচে দাগছোপ তুলতে এই মিশ্রণ সাহায্য করবে। পাশাপাশি ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা। একইসঙ্গে দূর করবে ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব। ত্বক হাইড্রেটেড এবং মরশ্চারাইজড রাখবে। অর্থাৎ ত্বক মোলায়েম থাকবে।
ডিমের সাদা অংশ- ডিম ভেঙে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে হবে প্রথমে। এবার টিস্যু পেপার সরু স্ট্রিপের আকারে কেটে তার মধ্যে ডিমের সাদা অংশ দিতে হবে। সেটা লাগাতে হবে ব্ল্যাকহেডসের অংশে। মিনিট ১০ লাগিয়ে রেখে স্ট্রিপ তুলে নিতে হবে। এভাবেও বেশ সহজেই দূর করা যায় ব্ল্যাকহেডসের সমস্যা।
আরও পড়ুন- গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস