মুম্বই: রাজ কুন্দ্রা গ্রেফতারির প্রসঙ্গে একবার মুখ খুললেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, বলিউডের অনেক অজানা তথ্যকেও নিজের ছবির মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার ইঙ্গিত দিলেন কঙ্গনা রানাউত।


দিনভর শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে তোলপাড় চলেছে বলিউডে। অনেকেই নিজের মতামত সামনে রেখেছেন। নিজের মত জনগণের কাছে তুলে ধরতে ইনস্টাগ্রাম স্টোরিকে বেছে নিলেন কঙ্গনা রানাউত। আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লেখেন, 'এই জন্যই আমি বলি, সিনেমা ইন্ডাস্ট্রি একটা চকচকে জিনিস। তবে সেই সমস্ত চকচকে জিনিস সোনা হতে পারে না। আমার আগামী কাজ 'টিকু ওয়েডস শেরু'-তে আমি বলিউডের এমনই অনেক অন্ধকার দিকের কথা তুলে ধরতে চলেছি। আমাদের একটা স্বচ্ছ ভাবমূর্তির সিস্টেম দরকার আর অবশ্যই, সাংস্কৃতিক পরিবেশ'। প্রসঙ্গত, 'টিকু ওয়েডস শেরু'-র হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজনায় নামছেন কঙ্গনা। তাঁর এই ছবিতে দেখা যাবে নওয়াজুদ্দিন সিদ্দিকিকে।


অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।


মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।