নয়া দিল্লি : আপনি ভুলে গেলেও সারাদিন আপনার কসরতের খবর রাখছে ফিটনেস ব্যান্ড। হাতের এই ব্যান্ডের মাধ্যমেই দৌড়, হাঁটার ওপর নজর রাখতে পারছেন আপনি। বর্তমানে ৩০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন শাওমি, ওয়ানপ্লাস ছাড়াও একাধিক ব্র্যান্ড। কোন ব্যান্ড হাতে তুলবেন আপনি ? 


কোভিডকালে লকডাউনের জেরে বদলে গিয়েছে জীবনযাপন। ঘরে বসে কাজের জেরে বন্ধ হয়েছে স্বাভাবিক হাঁটাচলা। ফলে রোগ বাসা বাঁধছে শরীরে। জীবনের এই পর্বে কাজ দিচ্ছে ফিটনেস ট্র্যাকার। দেখে নিন, কোন ফিটনেস ব্যান্ড আপনার জন্য সাশ্রয়ী ?


Mi Smart Band 5: ২৪৯৯ টাকায় এই ফিটনেস ব্যান্ড বাজরে লঞ্চ করেছে শাওমি। এই মুহূর্তে বাকিদের কড়া প্রতিযোগিতায় ফেলেছে এই ফিটনেস ট্র্যাকার। এমআই ইন্ডিয়া অফিসিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে এই ব্যান্ড। ১.১ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে রয়েছে স্ট্র্যাপ বদলে ফেলার সুবিধা। পিপিজি হার্ট রেট সেন্সর ছাড়াও ব্যান্ডে রয়েছে জাইরোস্কোপ, অ্যাকসিলেরোমিটারের মতো আরও অন্যান্য সেন্সর। ৫.০ ব্লুটুথ কানেক্টিভিটির পাশাপাশি ২ সপ্তাহের ব্যাটারি লাইফ দেয় এই ব্যান্ড। 


OnePlus Band: অ্যামাজন ও ওয়ানপ্লাসের অনলাইন স্টোরে পাওয়া যায় ওয়ানপ্লাস ব্যান্ড। মি-এর মতো এই ব্যান্ডের দামও ২৪৯৯ টাকা। SpO2 sensor ছাড়াও হার্টরেট মনিটর রয়েছে ব্যান্ডে। ১৩টি এক্সারসাইজ মোড রয়েছে ওয়ানপ্লাসের এই ব্যান্ডে। IP68-এর জল ও ধুলো থেকে সুরক্ষা দেয় এই ফিটনেস ট্র্যাকার। ১.১ ইঞ্চির এই ব্যান্ডে দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে।জাইরোস্কোপ, অ্যাকসিলেরোমিটার ছাড়াও রয়েছে অন্যান্য সেন্সর।


GOQii Vital 3.0: দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ফিটনেস ট্র্যাকারের দাম ১৯৯৯ টাকা। গোকি ও অ্যামাজনের অনলাইন স্টোরে পাওয়া যায় এই ফিটনেস ট্র্যাকার। অটো স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিংয়ের মতো সেন্সর দেওয়া হয়েছে এই ব্যান্ডে। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে সাতদিনের ব্যাটারি লাইফ থাকবে ব্যান্ডের।


Honor Band 5: ভারতীয় বাজারে এই ব্যান্ড বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ২৮৯৯ টাকায় ফ্লিপকার্ট থেকে কেনা যায় এই ফিটনেস ট্র্যাকার। ব্যান্ডে ১৪ দিনের ব্যাটারি লাইফ দাবি করে কোম্পানি। অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে ব্যান্ডে রয়েছে SpO2 blood oxygen monitor ছাড়াও ২৪ ঘণ্টার হার্ট রেট সেন্সর।


Oppo Smart Band: ২৭৯৯টাকায় অ্যামাজন বা ওপ্পোর অনলাইন স্টোর থেকে কেনা যেতে পারে এই ব্যান্ড। ১.১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ব্যান্ডে। ১২ ঘণ্টার ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে ওপ্পোর ফিটনেস ট্র্যাকারে। ফিটনেস ব্যান্ডে দেওয়া রয়েছে জল প্রতিরোধের ক্ষমতা।  


Fastrack Reflex 3.0: ২৪৯৫ টাকায় ভারতে পাওয়া যায় এই ব্যান্ড। IP68 ধূলো ও জল রোধী ক্ষমতা রয়েছে ব্যান্ডের। ১০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে এই ফিটনেস ট্র্যাকারে। কোম্পানি দাবি করে, ১০ দিনের ব্যাটারি লাইফ রয়েছে ব্যান্ডের।