নয়াদিল্লি: ওমিক্রন-উদ্বেগের মধ্যেই দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়ল, কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৬২। 


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৯৯৭ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৩ হাজার ৩৩৩।  


দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৮


অন্যদিকে, দেশের ১৯টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৭৮। দিল্লিতে সবথেকে বেশি ১৪২ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪১।


 দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্ত সংখ্যা


দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৭৫ হাজার ৮৪১। এখনও পর্যন্ত করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ৭৯৫ জন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ১৪১।






এখনও পর্যন্ত ১৪১ কোটি করোনা টিকার ডোজ


দেশ ব্যাপী করোনা টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ভাইরাসের প্রতিষেধক টিকার ১৪১ কোটির বেশি ডোজ দেয়া হয়েছে। গতকাল টিকাপ্রাপকের সংখ্যা ২৯ লক্ষ ৯৩ হাজার ০২৮৩। এখনও পর্যন্ত দেশে করোনা টিকার মোট ১৪১ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৬৫৪ ডোজ দেওয়া হয়েছে।


এখনও পর্যন্ত দেশে ৫৭৮ জন ওমিক্রন আক্রান্ত। গতকাল হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে প্রথম ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছে। সবমিলিয়ে দেশে ১৯ টি রাজ্যে ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে। বর্তমানে দেশে করোনায় রিকভারি রেট ৯৮.৪০ শতাংশ।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দৈনিক পজিটিভিটি রেট ০.৮৭ শতাংশ। এই হার গত ৮৪ দিনে ২ শতাংশের নিচেই রয়েছে। সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৬৩ শতাংশ। গত ৪৩ দিনে এই হার ১ শতাংশের নিচে রয়েছে।