মুম্বই: তাঁর বহুমূল্য রেঞ্জ রোভার এসইউভি বেআইনিভাবে দখল করেছেন মহব্বতেঁ-র অভিনেত্রী কিম শর্মা। আর এখন তিনি তা ফেরতও দিতে চাইছেন না। রাজস্থানের জনৈক ব্যবসায়ী দিলীপ কুমার এ নিয়ে পুলিশে অভিযোগ করেছেন।
দিলীপ কুমারের নয়া অভিযোগ, অভিযোগে কিম শর্মার নাম রাখেনি পুলিশ। উল্টে তাঁর এক সময়ের স্বামী আলি পাঞ্জানির নাম ‘ভুল করে’ ঢুকিয়ে দিয়েছে তারা। মারাঠি পড়তে না পারায় আসল রিপোর্টে যে ভুল ছিল তা বুঝে উঠতে পারেননি তিনি।
দিলীপ বলেছেন, মুম্বইতে তাঁর কোনও বাড়ি নেই, অথচ কাজের জন্য প্রায়ই রাজস্থান থেকে মুম্বই আসতে হয়। তাই একদিন নিজের বহুমূল্য গাড়িটি তিনি পার্ক করেন কিম ও তাঁর প্রাক্তন স্বামী আলির খার এলাকার বাড়িতে। কিন্তু গত বছর দেখেন, কিম তাঁর সম্মতি ছাড়াই ইচ্ছেমত ব্যবহার করছেন গাড়িটি। তিনি যখন তাঁর কাছে ওই রেঞ্জ রোভার ফেরত চান, অভিযোগ, কিম তখন তাঁকে বলেন, গাড়িটি তাঁরই, তাঁর স্বামী আলি ওটি তাঁকে উপহার দিয়েছেন।
প্রথম অভিযোগটি করেছেন গত বছর সেপ্টেম্বরে। এবার খার পুলিশ স্টেশনে নতুন করে একটি অভিযোগ করেছেন দিলীপ, পুলিশের বিরুদ্ধে। তাঁর দাবি, অভিযোগ পাওয়ার পরেও পুলিশ তাঁর গাড়ি উদ্ধারে কোনও পদক্ষেপ করেনি।
বিশ্বাস করে রাখতে দেন তাঁর রেঞ্জ রোভার, এখন আর ফেরত দিচ্ছেন না কিম শর্মা, অভিযোগ ব্যবসায়ীর
ABP Ananda, Web Desk
Updated at:
05 Apr 2018 10:47 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -