কলকাতা: লাল পাড় সাদা শাড়িতে অভিনেত্রী কোয়েল মল্লিক, হলুদ পাঞ্জাবীতে ছোট্ট কবীর, সাদা পাঞ্জাবী পরে নিসপাল সিংহ রানে। মহাষ্টমীর সাজে ছবি পোস্ট করলেন মল্লিক বাড়ির মেয়ে। ঠাকুর দালানে দুর্গা প্রতিমার সামনে বসেও ছবি পোস্ট করেন তিনি। দেখা গেল অভিনেতা রঞ্জিত মল্লিককেও।
ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালবাসা। সকলে সুস্থ থাকবেন আর কোভিড বিধি মেনে প্রচুর আনন্দ করবেন।'
ছোটবেলা থেকেই বাড়ির পুজো দেখে এসেছেন কোয়েল, বড় হয়েছেন সেই আবহেই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পুজো নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে তিনি বলছেন, 'ছোটবেলায় পুজোর সময় সবচেয়ে কম সময়ে ঘুমাতাম। কারণ ঘুমালেই মনে হত সময় নষ্ট। ঠাকুর দালানে বসে আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুজোয় খুব আনন্দ হত।'
পুজোর সেই আনন্দে ভাটা পড়েনি কখনও। এখনও একইরকমভাবে মল্লিকবাড়ির পুজোর প্রতিদিন হাজির থাকেন কোয়েল। গতকাল সোশ্যাল মিডিয়ায় হলুদ শাড়িতে ঝলমলে ছবি শেয়ার করেন কোয়েল। সেইসঙ্গে জানান, মহাসপ্তমীর শুভেচ্ছা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে নতুন ছবি 'বনি'। পুজোয় মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবি। মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 'হেমলক সোসাইটি'-র পর ফের রুপোলি পর্দায় ফিরছে পরমব্রত ও কোয়েলের জুটি। এক বিস্ময় শিশু, এক বিজ্ঞানী ও এক রোবটকে নিয়ে রহস্যের ঠাস বুনোট 'বনি'-তে। ছবি মুক্তির দিন বাবার সঙ্গে হাজির হয়েছিলেন কোয়েল।