শারজা: রান তাড়া করে চলতি আইপিএলের সংযুক্ত আরব আমিরশাহি পর্বে অপ্রতিরোধ্য দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু-তেও সেই রাস্তাতেই হাঁটল কেকেআর। দিল্লির বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক অইন মর্গ্যান। অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা দিতেই যেন বল হাতে দাপট দেখালেন কেকেআর বোলাররা। দিল্লি প্রথমে ব্যাট করে আটকে গেল মাত্র ১৩৫/৫ স্কোরে।


আজ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচকে বলা হচ্ছে আইপিএলের সেমিফাইনাল। কারণ এই ম্যাচে যে দল জিতবে, পেয়ে যাবে ফাইনালের টিকিট। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকায় ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পেয়েছে ঋষভ পন্থের দল। আজ কলকাতার বিরুদ্ধে খেলছে দিল্লি। অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।


কলকাতা শিবির তাঁদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। নাইট অধিনায়ক অইন মর্গ্যান বলেছিলেন যে, শেষ মুহূর্ত পর্যন্ত আন্দ্রে রাসেলের ফিট হয়ে ওঠার অপেক্ষা করা হবে। তবে সুস্থ হননি রাসেল। তাই শাকিব আল হাসানকেই খেলাচ্ছে কেকেআর। এমনিতে এই ম্যাচে দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপের লড়াই ছিল কলকাতার ২ স্পিন মায়েস্ত্রো সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। ২ জনের ৮ ওভার কীভাবে সামলাতে পারেন দিল্লির ব্যাটসম্যানরা সেদিকে নজর ছিল সকলের।


ম্যাচে দেখা গেল, বরুণ ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিলেন। নারাইন উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করলেন মাত্র ২৭ রান। বল হাতে দাপট দেখালেন কেকেআরের বাকি বোলাররাও। শাকিব ৪ ওভারে দিলেন ২৮ রান। লকি ফার্গুসন ৪ ওভারে ২৬ রান দিয়ে পেলেন ১ উইকেট। ৪ ওভারে ২৭ রানে এক উইকেট শিবম মাভির।


দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে লড়াই করলেন শিখর ধবন (৩৯ বলে ৩৬ রান) ও শ্রেয়স আইয়ার (২৭ বলে ৩০ রান)।