মুম্বই: বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রকে দুদিন ধরে বিভিন্ন টেলিফোন নম্বর থেকে ফোন করে এক অচেনা ব্যক্তি কুরুচিকর কথাবার্তা বলছে, উত্যক্ত করছে বলে অভিযোগ। গত রবিবার ওশিয়ারা থানায় নালিশ জানিয়েছেন কোয়েনা।

তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় (মহিলার শালীনতা হানি করে, এমন মন্তব্য, অঙ্গভঙ্গি করা) মামলা দায়ের করেছে পুলিশ। কল ডিটেলস ঘেঁটে লোকটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, মুসাফির (২০০৪), এক খিলাড়ি এক হাসিনা (২০০৫), আপনা সপনা মানি মানি (২০০৬) প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন কোয়েনা।