পূজারা, রাহানের অপরাজিত শতরানে প্রথম দিনের শেষে ভারত ৩৪৪/৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2017 10:23 AM (IST)
কলম্বো: চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের অনবদ্য শতরানের সুবাদে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দারুণ জায়গায় ভারত। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৪৪। পূজারা ১২৮ ও রাহানে ১০৩ রানে অপরাজিত। লোকেশ রাহুল (৫৭) অসুস্থতার পর দলে ফিরেই অর্ধশতরান করেছেন। গলে সিরিজের প্রথম টেস্টেও শতরান করেছিলেন পূজারা। ফের অসাধারণ ইনিংস উপহার দিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এটি তাঁর কেরিয়ারের ৫০ তম টেস্ট ম্যাচ। সেই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন তিনি। তাঁর কেরিয়ারে এটি ১৩ তম শতরান। টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন তিনি। রাহানেও সেঞ্চুরির পূজারা-রাহানের জুটিতে ভর করে বড় রানের পথে ভারত। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের দলে একটি পরিবর্তন হয়েছে। অভিনব মুকুন্দের জায়গায় দলে এলেন লোকেশ রাহুল। জ্বর থেকে সেরে ওঠার পর দলের নিয়মিত ওপেনারকেই ফিরিয়ে আনা হয়েছে। শ্রীলঙ্কার দলে তিনটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন অধিনায়ক দীনেশ চণ্ডীমল। মালিন্দা পুষ্পকুমারের টেস্ট অভিষেক হচ্ছে। দলে ফিরেছেন ধনঞ্জয় ডি সিলভা। ভারতের দুই ওপেনার রাহুল ও শিখর ধবন শুরুটা ভালই করেন। দলের ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে আউট হন ধবন। রাহুল রান আউট হয়ে যান। বিরাট (১৩) রান পাননি। তবে পুজারা ও রাহানে দিনের বাকি সময়টা শ্রীলঙ্কার বোলারদের আর কোনও সুযোগ দেননি। তাঁরা আগামীকালও একইভাবে খেলতে পারলে প্রথম টেস্টের মতোই এই টেস্টও জিতে সিরিজ পকেটে পুরে নেওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে ভারত।