মুম্বই: সোমবার, ১৭ এপ্রিল, মুম্বই এসে পৌঁছলেন 'অ্যাপল'-এর চিফ এগজিকিউটিভ অফিসার টিম কুক। 'জিও ওয়ার্ল্ড ড্রাইভ মল' উদ্বোধনের জন্য ভারতে এসেছেন তিনি। আসতেই তাঁকে একেবারে মুম্বইয়ের ঢঙে স্বাগত জানালেন বলিউড তারকা অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কী করলেন তিনি? 


মুম্বইয়ে নিখুঁত অভ্যর্থনা পেলেন টিম কুক


তিনি যে একেবারে পাক্কা মুম্বইয়ের বাসিন্দা তা একেবারে প্রমাণ করে ছাড়লেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ব্যবসায়ী টিম কুককে মুম্বইয়ে অভ্যর্থনা জানালেন সুস্বাদু বড়া পাও খাইয়ে। মুম্বই আসছেন কোনও অতিথি, অথচ তাদের বিখ্যাত বড়া পাও খাবেন না, তা তো সম্ভব নয়। সেই তালিকায় নাম লেখালেন এবার 'অ্যাপল'-এর সিইও-ও। 


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বড়া পাও সামনে নিয়ে টিম কুকের সঙ্গে হাসি আড্ডার একটি ছবি পোস্ট করেন মাধুরী। ক্যাপশনে লেখেন, 'মুম্বইয়ে অভ্যর্থনা জানানোর জন্য বড়া পাওয়ের থেকে ভাল কোনও উপায় মাথায় আসেনি'। 


 






হাজার হাজার মুম্বইবাসীর মতো টিম কুকেরও বড়া পাও খুবই পছন্দ হয়েছে। তিনি মাধুরীর পোস্টটি রিশেয়ার করে লেখেন, 'ধন্যবাদ মাধুরী দীক্ষিত, আমার জীবনের সর্বপ্রথম বড়া পাওয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য - খুবই সুস্বাদু ছিল।'


সূত্রের খবর, টিম কুক তাঁর ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। এছাড়া উপ তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সঙ্গেও দেখা করবেন। সোমবার দুপুরে তাঁকে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলাতেও দেখা যায়। 


আরও পড়ুন: O Balle Balle Song: সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির নতুন গান 'ও বল্লে বল্লে' প্রকাশ্যে


অ্যাপলের সিইও টিম কুক, যিনি একটি ব্যবসায়িক সফরের জন্য ভারতে রয়েছেন, দেশজুড়ে বেশ কিছু বিখ্যাত বিশিষ্টজনের সঙ্গে দেখা করছেন৷ সূত্র মারফত খবর, টিম কুক ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির সঙ্গে তাঁর বাসভবন, অ্যান্টিলাতেও দেখা করেছিলেন। এছাড়াও, রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি এবং রিলায়েন্স রিটেলের চেয়ারপার্সন ইশা আম্বানির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। টিম কুক ভারতে সংস্থার প্রথম রিটেল স্টোর চালু করতে এসেছেন। মুম্বইয়ের Apple BKC স্টোর সোমবার একটি ব্যক্তিগত ইভেন্টের জন্য তার দরজা খুলেছে এবং মঙ্গলবার থেকে জনসাধারণের জন্য কাজ শুরু করবে। লঞ্চের বিষয়ে উচ্ছ্বসিত, টিম কুক ট্যুইট করে লেখেন, 'হ্যালো, মুম্বই! আগামীকাল নতুন Apple BKC-তে আমাদের গ্রাহকদের স্বাগত জানানোর অপেক্ষায় তর সইছে না৷'


 






ভারতে সংস্থার দ্বিতীয় আউটলেট বৃহস্পতিবার দিল্লির সাকেত মলে উদ্বোধন করা হবে।