কলকাতা: এবার আর বন্দুক-গোলাগুলি নয়, অ্যাকশন নয়... এবার প্রেমের ছবিতে জুটি বাঁধছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সরস্বতীপুজোর দিনে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে ঘোষণা করা হল নতুন ছবি 'আলাপ' -এর। সেখানেই জুটি বাঁধছেন মিমি ও আবির। এর আগে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর ছবিতে জুটি বেঁধেছিলেন মিমি ও আবির। সেটা ছিল থ্রিলার। এবার প্রেমের ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। 


নতুন এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিটির পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকী। সুরিন্দর ফিল্মের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy)। আজ যে ছবিটি শেয়ার করে এই সিনেমার খবর দেওয়া হয়েছে, সেখানে প্রকাশ্যে আসেনি কারও ছবি বা নামও। কেবল দেখা গিয়েছে একটি বিশাল ফ্রিজ আর তার দুই ধারে বসে থাকা দুই নায়ক-নায়িকার মূর্তি। এই ছবিতে মিমি ও আবির ছাড়াও থাকছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। এই ছবিতে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ইশানী লাহা রায় (Ishani Laha Roy)-কেও। 


প্রসঙ্গত, সদ্যই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন মিমি। মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ 'যাহা বলিব সত্য বলিব'। এখানে একজন আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার পুজোর ছবিতে বেশ প্রশংসিত হয়েছিল 'রক্তবীজ'। সেখানেই প্রথম জুটি বেঁধেছেন মিমি ও আবির। তবে সেই ছবি ছিল থ্রিলার। খাগড়গড় বিস্ফোরণের ঘটনা আধারিত এই ছবিতে মিমি আর আবিরকে বেশ মানালেও, চোখে পড়েনি তাঁদের রসায়ন। ফলে দর্শকেরা এবার দিন গুনছেন মিমি আর আবিরের রসায়ন দেখার জন্য। 


মিমি-আবিরের 'আলাপ' কতটা জমবে, সেই উত্তর দেবে সময়।


 






আরও পড়ুন: Rukmini Maitra Exclusive:সরস্বতী পুজো মানে কুল খেতেই হবে, উল্টে দেখব না বইয়ের পাতা: রুক্মিণী মৈত্র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।