তোর্ষা ভট্টাচার্য্য়, কলকাতা: পাঁচ বছর আগে, এই সময়টাই ছিল তাঁর কাছে ভীষণ ব্যস্ততার। জোরকদমে তখন চলছে লোকসভা নির্বাচনের প্রচার। রোদে ঘুরে, কখনও মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে প্রচারে ব্যস্ত ছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। পাঁচ বছর পরে, আমূল বদলে গিয়েছে সেই ছবিটা। চারিদিকে ভোটের উত্তাপ বাড়লেও, আপাতত সেই সমস্ত কিছু থেকে দূরে অভিনেত্রী মিমি। ব্যস্ত তাঁর আগামী ছবির প্রচার নিয়ে। তারই ফাঁকে, প্রথমবার রাজনীতি নিয়ে মুখ খুললেন তিনি। বিদায়ী সাংসদ কেন দূরত্ব বজায় রাখছেন রাজনীতির থেকে?


চলতি মাসের শেষেই মুক্তি পাবে মিমি চক্রবর্তীর নতুন ছবি 'আলাপ' (Alap)। তাঁর সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-ও। এই ছবি নিয়ে কথাবার্তার ফাঁকেই, মিমির কাছে প্রশ্ন রাখা হয়েছিল, নির্বাচনের সময় তিনি প্রচারে ব্যস্ত। তবে দলের নয়, ছবির। কেরিয়ারকে কি নতুন করে সুযোগ দিচ্ছেন তিনি? মিমি বলছেন, 'কেরিয়ারকে নতুন করে সুযোগ দিচ্ছি বা ভাবছি এমনটা নয়। বলা যায় পড়াশোনাটা আর একটু মন দিয়ে করছি।'


পর্দার বাইরেও, মিমি ও আবিরের বন্ধুত্ব বেশ চর্চিত। এর আগেও একে অপরের বিপরীতে কাজ করেছেন তাঁরা, তবে প্রেমের গল্পে এই প্রথম। যদি রাজনীতি নিয়ে আবিরকে টিপস দিতে বলা হয় মিমিকে? প্রশ্ন শুনে মিমির সহাস্য উত্তর, 'আমিই তো রাজনীতি ছেড়ে দিলাম। আর টিপস্ কী দেব। তাছাড়া আবিরদাকে আমি যতটুকু চিনি, ও কখনও রাজনীতিতে আসবে না।' উত্তর শুনে হেসে সম্মতি জানান আবিরও। 


অন্যদিকে, আবিরকে প্রশ্ন করা হয়েছিল, যদি সংসার করা নিয়ে মিমিকে কিছু টিপস্ দিতে হয়? আবির বলেন, 'আমার মনে হয় না মিমির এখন তেমন কোনও টিপসের প্রয়োজন আছে। কারণ ওর বিয়ে বা প্রেম করার এখনই কোনও পরিকল্পনা আছে বলে মনে হয় না। আর যদি থাকে, সেটা আমি জানতে পারব। দ্বিতীয়ত, সংসার নিয়ে যদি টিপস নিতেই হয়, তাহলে ও আমার থেকে নয়, নন্দিনীর থেকে (আবিরের স্ত্রী) টিপস নেবে।' আবিরের কথার রেশ ধরে মিমি বলেন, 'তথাকথিতভাবে বিয়ে-প্রেম এই সম্পর্কগুলোকেই সংসার বলা হয়। কিন্তু আমিও সংসার করছি। আমার ৩ সন্তান আছে। বাবা মায়ের দায়িত্ব রয়েছে। সব মিলিয়ে আমি ভালোই আছি। আর কখনও যদি কোনও সম্পর্কে জড়াই, সেটার কথাও সবাই জানবে।'


আরও পড়ুন: Sourav Ganguly Daughter: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা