নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টেলিভিশন অভিনেত্রী (Television Actress) নীলু কোহলির (Nilu Kohli) স্বামী হরমিন্দর সিংহ কোহলি (Harminder Singh Kohli)। শুক্রবার শৌচালয়ে পড়ে যান তিনি। সেখানেই অভিনেত্রীর স্বামীর মৃত্যু হয় বলে খবর। বাড়ির এক পরিচারক তাঁকে উদ্ধার করেন বলে খবর। 


বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু অভিনেত্রীর স্বামীর


বাবার মৃত্যুর খবর নিশ্চিত করলেন অভিনেত্রী নীলু কোহলির মেয়ে সাহিবা কোহলি (Sahiba Kohli)। এক সংবাদ সংস্থাকে তিনি বলেন, 'হ্যাঁ। খবরটা সত্যি। দুপুরেই ঘটনাটি ঘটে। আকস্মিক মৃত্যুর ঘটনা এটি। আমার ভাই মার্চেন্ট নেভিতে আছেন, ওঁর জন্য অপেক্ষা করছি আমরা। দিন দুই পরে শেষকৃত্য সম্পন্ন হবে। আমার মায়ের অবস্থা ভাল নেই। যখন এই ঘটনাটি ঘটে মা বাইরে কাজে গিয়েছিলেন।'


সূত্রের খবর, 'ছোটি সর্দারনি' অভিনেত্রীর স্বামী ২৪ মার্চ দুপুর পর্যন্ত একেবারেই ভাল ছিলেন, ফিট ছিলেন। গুরুদ্বার থেকে ফেরার পর তিনি শৌচালয়ে যান বলে খবর, এবং যখন অনেকক্ষণ ঘরে ফেরেননি তখন তাঁর সাহায্যকারী শৌচালয়ে ঢুকে দেখেন মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। রিপোর্টে বলা হয়েছে যতক্ষণে তাঁকে উদ্ধার করা হয়েছে, ততক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।


হরমিন্দর সিংহ কোহলির 'অন্তিম যাত্রা' সম্পন্ন হবে ২৬ মার্চ। শুরু হবে তাঁদের বাসস্থান থেকে, বিকেল সাড়ে পাঁচটায়। নীলু ও হরমিন্দরের বিয়ে হয় ১৯৮৬ সালে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 


 






আরও পড়ুন: Guneet Monga: অস্কার জেতার পরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রযোজক গুণীত মোঙ্গা, জানালেন কীরাবাণী


'সঙ্গম', 'মেরে আঙ্গন মে', 'ছোটি সর্দারনি', 'ম্যাডাম স্যার' ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন নীলু কোহলি। এছাড়া 'হাউজফুল ২', 'হিন্দি মিডিয়াম', 'পাটিয়ালা হাউজ', 'দিল ধড়কনে দো'র মতো অজস্র ছবিতে অভিনয়ও করেছেন। ১৯৯৯ সালে 'দিল কেয়া করে' ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন নীলু কোহলি। সম্প্রতি তাঁকে পিরিয়ড ড্রামা 'যোগী'তে দেখা যায়। টিভির ক্ষেত্রে তাঁকে 'ইয়ে ঝুঁকি ঝুঁকি নজর'-এ দেখা যায়। এছাড়া সম্প্রতি তাঁর নতুন একটি প্রজেক্টেপর প্রোমো লঞ্চ হয়েছে যেখানে তাঁকে সুনীল গ্রোভারের সঙ্গে দেখা যাবে।