নয়াদিল্লি: অস্কার (Oscars) জিতেই হাসপাতালে ভর্তি হতে হয় প্রযোজক গুণীত মোঙ্গাকে (Producer Guneet Monga)। কিন্তু কেন? কী ঘটেছিল সেই মঞ্চে? তাঁর প্রযোজনায় তৈরি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) অস্কার জিতেছে চলতি বছরে।


হাসপাতালে ভর্তি হন অস্কারজয়ী গুণীত মোঙ্গা


প্রযোজক গুণীত মোঙ্গার তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর হাত ধরে এই বছর প্রথম অস্কার এসেছে ভারতে। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির পরিচালক কার্তিকি গঞ্জালভেস ও প্রযোজক গুণীত মোঙ্গা। বক্তব্য রাখেন কার্তিকি। পরে গুণীত জানান তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি প্রযোজকের। এখন সেই সম্পর্কে আরও তথ্য দিলেন 'নাটু নাটু'র জন্য অস্কার পাওয়া সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। তিনি জানান বক্তব্য রাখতে না পেরে গুণীত মোঙ্গার স্বাস্থ্যের অবনতি হয়। শ্বাসকষ্টের সমস্যা হয় তাঁর। তাঁকে এমনকী হাসপাতালেও ভর্তি করতে হয় বলে জানান কীরাবাণী।


 






আরও পড়ুন: Arjun Kapoor Mom: ১১ বছর পার! মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন অর্জুন কপূর


গুণীত মোঙ্গা অস্কারের মঞ্চে বক্তব্য রাখতে পারেননি। এক সংবাদ সংস্থার কথা বলতে গিয়ে গুণীত মোঙ্গা বলেন, 'আমার মুখেই মানসিক ধাক্কাটা স্পষ্ট ছিল। আমি শুধু বলতে চেয়েছিলাম এটি ভারতীয় প্রযোজনায় ভারতের প্রথম অস্কার, এটা বিশাল একটা ব্যাপার। এতদূর এসে আমার কথা কাউকে শোনাতে না পারায় আমার বুক ধড়ফড় করতে শুরু করে। পাশ্চাত্যের মিডিয়া অ্যাকাডেমিকে নিয়ে কথা বলছে যেখানে আমি কথা বলতে পারিনি। মানুষ এতই ক্ষুব্ধ হয়ে যায় আমি আমার বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি বলে। অনলাইনে ভিডিও এবং ট্যুইট করা হয়েছে যা হতাশা প্রকাশ করে যে আমি কথা বলতে পারিনি। এটা ভারতের মুহূর্ত যা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।' 


প্রসঙ্গত, গুণীত মোঙ্গার প্রযোজনা সংস্থা 'শিক্ষা' তাদের আগামী কাজ নিয়ে আসছে। নেটফ্লিক্সেই মুক্তি পাবে ভারতীয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংহের ওপর তৈরি তথ্যচিত্র। ছবির নাম ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। বাড়ছে উত্তেজনাও।