কলকাতা: করোনা আক্রান্তদের ভালো রাখতে হাত বাড়ালেন নুসরত জাহান। বসিরহাট ও সংলগ্ন এলাকার করোনা আক্রান্ত মানুষদের জন্য পলিটেকনিক কলেজে সেফ হোমের ব্যবস্থা করলেন সাংসদ। সঙ্গে রইল কমিউনিটি কিচেনের বন্দোবস্তও। সোশ্যাল মিডিয়ায় যাবতীয় তথ্য ও ফোন নম্বর শেয়ার করলেন সাংসদ নিজেই।


করোনাকালে হাসপাতালে অপ্রতুল বেড। একই অবস্থা সেফ হোমেরও। রাজ্য জুড়ে হাহাকার অক্সিজেনের। এই পরিস্থিতিতে স্বল্প উপসর্গযুক্ত রোগিদের রাখার জন্য বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজকে সেফ হোমে রূপান্তরিত করলেন নুসরত। সেইসঙ্গে কোভিড আক্রান্তদের পরিবার ও অন্যান্য- দুঃস্থ পরিবারের জন্য় কমিউনিটি কিচেনও চালু করা হয়েছে। বিনামূল্যে খাবার মিলবে সেখানে।


নুসরতের এই উদ্যোগের কথা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। অভিনেত্রী বলেন, 'করোনা পরিস্থিতিতে কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। সেখান থেকেই কলেজকে সেফ হোম হিসাবে ব্যবহার করার পরিকল্পনা মাথায় আসে। আমার স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসন আমায় খুব সাহায্য করেছে। আগামীদিনে পরিকল্পনা রয়েছে বিধানসভার প্রতিটি কেন্দ্রে একটি করে সেফ হোম তৈরি করার। যাতে স্বল্প উপসর্গযুক্ত করোনা আক্রান্ত মানুষও নিশ্চিন্তে সেখানে থেকে সুস্থ হতে পারেন। আমি সবাইকে অনুরোধ করব, স্বাস্থবিধি মেনে চলুন। এটা খুব কঠিন সময়। মাস্ক, স্য়ানিটাইজার ব্যবহার করুন। সবার সুস্থতা কামনা করছি।'


আজ করোনায় দৈনিক সংক্রমণ কমেছে গত ২৪ ঘণ্টার বিচারে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংমক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন। যে বিচারে ৪৯৩ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জনে। ডিসচার্জ রেট ৮৮.৩২ শতাংশ।



রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সময়ে রাজ্যে করোনা টেস্ট হয়েছিল ৭০ হাজার ১৯ টি। যার মধ্যে ১৮ হাজার ৮৬৩ জনের স্যাম্পেল পজিটিভ। আর সেই জন্যই পজিটিভিটি রেট ১০.৫৩ শতাংশ।