আমদাবাদ:রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার বৃহস্পতিবার সন্ধের ঘোষণা ঘিরে দেশজুড়ে ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা মুশকিলে পড়ে গিয়েছেন। এরইমধ্যে সিনেমা ও টিভি অভিনেত্রী পায়েল রোহতগির বাবা শশাঙ্ক রোহতগিও রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকায় বিপাকে পড়েছেন। আমদাবাদের সুভাষ চকে ইয়েস ব্যাঙ্কের শাখায় তাঁর প্রায় দু কোটি টাকা আটকা পড়েছে। আমেদাবাদে পায়েল এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ১১ বছর আগে তাঁর বাবা গুরগাও-এ ইয়েস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন। সাত বছর আগে ওই অ্যাকাউন্ট তিনি আমদাবাদের সুভাষ চকে ইয়েস ব্যাঙ্কের শাখায় স্নানান্তরিত করেছিলেন। অবসরের পর তিনি আমদাবাদেই থাকেন। পায়েলের বাবার ৭০ বছর বয়স। তিনি ক্যানসার সহ আরও কয়েকটি জটিল রোগে আক্রান্ত। পায়েল বলেছেন, ব্যাঙ্কের এই সংকটের কথা জেনে তিনি আরও বেশি চিন্তিত হয়ে পড়েছেন। চিকিত্সা ঠিকমতো চালিয়ে যাওয়ার ব্যাপারে সংকট দানা বেঁধেছে।
পায়েল বলেছেন, তিনি এরমধ্যেই তাঁর বাবার সমস্ত অর্থ অন্য ব্যাঙ্কে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছিলেন এবং ব্যাঙ্কের আধিকারিকরা আজ সকালে তাঁর সঞ্চিত অর্থ সংক্রান্ত চেক দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। পায়েল বলেছেন, আজ ইয়েস ব্যাঙ্কে গিয়ে চেক নেওয়ার কাজ করার আগেই গতকাল সন্ধেয় রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় তিনি ও তাঁর বাবা হতচকিত হয়ে পড়েছেন।
পায়েল বলেছেন, ইয়েস ব্যাঙ্ক সংক্রান্ত ইস্যুগুলি এক বছর ধরে শুনে আসছিলেন। সে জন্য তিনি তাঁর অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ইয়েস ব্যাঙ্কের আধিকারিকরা তাঁকে বারেবারেই আশ্বাস দিয়েছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফলে অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেরি হয়ে যায়।
পায়েল গতকালই ইয়েস ব্যাঙ্কের সংকট সংক্রান্ত খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি পিএমও স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট করে তাঁকে সাহায্যের আর্জি জানিয়েছিলেন।
ইয়েস ব্যাঙ্ক সংকট: ‘ বাবার দু’কোটি টাকা আটকে আছে’, বললেন পায়েল রোহতগি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2020 03:28 PM (IST)
রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার বৃহস্পতিবার সন্ধের ঘোষণা ঘিরে দেশজুড়ে ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা মুশকিলে পড়ে গিয়েছেন। এরইমধ্যে সিনেমা ও টিভি অভিনেত্রী পায়েল রোহতগির বাবা শশাঙ্ক রোহতগিও রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকায় বিপাকে পড়েছেন। আমদাবাদের সুভাষ চকে ইয়েস ব্যাঙ্কের শাখায় তাঁর প্রায় দু কোটি টাকা আটকা পড়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -