কলকাতা: যাদবপুরের পোদ্দারনগরে বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মৃত রুমা সাহার পরিবার স্বামী গোপাল সাহার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, সুবলের প্রথম স্ত্রীও অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন।
গতকাল পোদ্দারনগরের চারতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর একত্রিশের রুমার ঝুলন্ত দেহ। রাতে সুবলের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ করে বধূর পরিবার। সকালে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শ্বশুরবাড়ির দাবি, রুটি শক্ত হওয়া নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় রুমার। তার জেরে তিনি আত্মঘাতী হন। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে সুবলের প্রথম স্ত্রীও অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
রুটি কেন শক্ত? বচসা, যাদবপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2020 12:38 PM (IST)
জানা গিয়েছে, সুবলের প্রথম স্ত্রীও অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -