কলকাতা: 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই.. মা..' সাদা কালো ছবি ঘিরে উপচে পড়া মনখারাপ। সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি পোস্ট করে হাহাকার মাতৃহারা ঋদ্ধিমা ঘোষের।
সোশ্যাল মিডিয়ায় মা রিমা ঘোষের দুটি সাদা কালো দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ঋদ্ধিমা। ছবির ক্যাপশানে উজাড় করে দিয়েছেন প্রিয়জনকে হারাবার যন্ত্রণা। ঋদ্ধিমা লিখছেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি..মা ..বড্ড তাড়াতাড়ি। আমার প্রতিটা নিশ্বাসে যেন তোমায় অনুভব করছি। মানে নিতে কষ্ট হচ্ছে আমায় সামলাবার জন্য তুমি আর নেই। আমি জানি না আমি বা আমাদের জীবন তোমায় ছাড়া কী করে কাটবে? তোমায় কথা দিচ্ছি, আমি চিরকাল তোমায় গর্বিত করব। আমাদের মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে। তোমার সমস্ত স্বপ্ন আমি সত্যি করব। কিন্তু তোমার মত আমাকে আর কোনোদিন কেউ ভালোবাসবে না মা। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। ভালো থেকো মা। হাসিখুশি থেকো।'
ঋদ্ধিমার এই পোস্টে তাঁর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। দর্শনা থেকে মিথিলা, অনিন্দিতা, প্রত্যেকেই ঋদ্ধিমাকে পাশে থাকার বার্তা দিয়েছেন।
রুপোলি পর্দা ও ছোটপর্দায় চুটিয়ে কাজ করছেন ঋদ্ধিমা। রুপোলি পর্দা থেকেই তাঁর প্রেমের শুরু। সব্যসাচী পুত্র গৌরব চক্রবর্তীর সঙ্গেই প্রেমের শুরু তাঁর। তাঁর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রেমের ৩ বছর পূর্তিতে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন ঋদ্ধিমা-গৌরব। ৭ বছরের প্রেম, ৩ বছরের বিবাহিত জীবন। সব ওঠা-পড়ার মুহূর্তে পাশে থাকার জন্য গৌরব ধন্যবাদ জানিয়েছেন ঋধিমাকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, 'এই পাগলি মেয়েটারে নিয়ে কীই বা বলি, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। '
সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছিলেন ঋদ্ধিমার মা রিমা ঘোষ। করোনা আক্রান্ত ঋদ্ধিমা ঘোষের শ্বাশুড়ি মিঠু চক্রবর্তীও। শুধু তিনি নন, টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রীই করোনা আক্রান্ত। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে দিতিপ্রিয়া গৃহবন্দি রয়েছেন। আক্রান্ত হয়েছেন তাঁর গোটা পরিবারেও।