প্রয়াত অভিনেত্রী রীমা লাগু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2017 08:19 AM (IST)
মুম্বই: মারা গেলেন অভিনেত্রী রীমা লাগু। বয়স হয়েছিল ৫৯ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাম আপকে হ্যায় কৌন-এর মত সুপার ডুপার হিট ছবিতে মাধুরী দীক্ষিতের মায়ের ভূমিকায় অভিনয় করেন রীমা। বহু হিট ছবিতে অভিনয় করেছেন, কেরিয়ারে রয়েছে আশিকি, ম্যায়নে পেয়ার কিয়া, সাজন, কেয়ামত সে কেয়ামত তক ও কুছ কুছ হোতা হ্যায়-এর মত ছবি। তবে বেশিরভাগ ছবিতেই মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মরাঠি নাটকে অভিনয় দিয়ে রীমার কেরিয়ার শুরু। সিরিয়ালে কাজ করতে করতে বলিউডে সুযোগ পান। নিরূপা রায়ের পর তাঁকেই বলিউডের সবথেকে সফল ‘মা’ বলা যেতে পারে।