কলকাতা: অভিনেত্রী রীতা কয়রালের জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবার সূত্রে খবর, অগাস্ট মাস থেকে যকৃতের ক্যানসারে ভুগছিলেন তিনি। গত রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর বাড়ি ফিরে আসেন তিনি। আজ সকালে ফের অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর একমাত্র মেয়েকে বর্তমান। এই অভিনেত্রীর প্রয়াত হওয়ার খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, অকালে প্রয়াত হলেন এই অভিনেত্রী।





মঞ্চ ও চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দাতেও সমানতালে অভিনয় করতেন রীতা। ছিলেন সঞ্চালিকা এবং নৃত্যশিল্পীও। পারমিতার একদিন, ইতি মৃণালীনী, দত্ত ভার্সেস দত্ত ছাড়াও অঞ্জন চৌধুরী পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। মৃত্যুর পর নেতাজি নগরের বাসভবনে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান হচ্ছে। এই অভিনেত্রীর প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া।