কলকাতা: 'জয়ী' ধারাবাহিকের 'ইরাবতী'-র চরিত্রে অভিনয় করছিলেন তখন। কাজের ফাঁকে শান্তিনিকেতনের খোয়াই ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ সপাটে গালে চড়! 'এত বদমাইশ কী করে কেউ হতে পারে!'.. ওই একটা চড়ই যেন নেতিবাচক চরিত্রের ওপর ভালোবাসা জাগিয়েছিল তাঁর মনে। এরপর বহু ধারাবাহিকে কাজ করে ফেললেও মনে হত, নেতিবাচক চরিত্রই যেন তাঁর সবচেয়ে আপন। নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'-তে 'কিয়ারা'-র ভূমিকায় অভিনয় করতে গিয়ে সঞ্চারী মন্ডলের মনে হয়েছিল, ভালো নয়, দর্শকেরা তাঁকে যেন 'খারাপ বাসে'। 




স্টার জলসায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'গাঁটছড়া'-তে কিয়ারার ভূমিকায় অভিনয় করছেন সঞ্চারী। এই ধারাবাহিকের বিভিন্ন ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, সোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ও অন্যান্যরা। সিংহরায় পরিবারের মেয়ে কিয়ারা পেশায় ডিজাইনার। অহংকারী কিয়ারা অন্যের থেকে ডিজাইন নিয়ে সেটাকে নিজের বলে দাবি করে। 'দাদাভাই'-এর স্নেহের কিয়ারা পরিবারের সবার বেশ আদরের। কিন্তু কিয়ারা ডিজাইনের আসল স্রষ্টা কী খড়ি সোলাঙ্কি? গল্পের ভাঁজে ভাঁজে মিলবে তার উত্তর। আপাতত কিয়ারার চরিত্রেই বুঁদ সঞ্চারী। 




'গাঁটছড়া' ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে? সঞ্চারী বললেন, 'যাঁরা পার্শ্বচরিত্রে অভিনয় করে তাঁদের পরিচিতি পাওয়ার জন্য নিজেদের বার বার প্রমাণ করতে হয়। আমি 'জয়ী' ধারাবাহিকে দর্শকদের ভালোবাসা পেয়েছিলাম। সেটা ছিল নেতিবাচক চরিত্র। আমার অভিনয় দর্শকদের এতটাই মন ছুঁয়েছিল যে শান্তিনিকেতন ঘুরতে গিয়ে খোয়াইতে এক দর্শকের চড় খেয়েছিলাম। ওটা ছিল আমার কাছে সবচেয়ে কষ্টের একই সঙ্গে সবচেয়ে ভালো অনুভূতি। মনে হয়েছিল, আরও মন দিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করব। দর্শক আমায় দেখে রাগে জ্বলে উঠুক, আমায় খারাপ বাসুক। বহুদিন পর 'গাঁটছড়া'-তে এমনই একটা নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। এই হাউজের সঙ্গে আমি আগে অনেক কাজ করেছি। গোটা টিমটা খুব ভালো আর প্রত্যেকের থেকে অনেক কিছু শেখার আছে। প্রাণ ঢেলে কাজ করব। আমি চাই দর্শকেরা আমায় খারাপ বাসুক, আমার অভিনয় দেখে আবার চড় মারতে আসুক। সেখানেই আমার সাফল্য।'