কলকাতা: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত বঙ্গ ক্রিকেট। বাংলার রঞ্জি (Ranji Trophy) দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সাতজন করোনা আক্রান্ত হয়েছিলেন। কোভিড সংক্রমিত হলেন সিএবি-র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে অভিষেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার। তাঁর ভাইরাল লোডিং বেশি থাকায় হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।


সোমবার বিকেলে অভিষেক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। রাতের দিকে পোস্ট করে অভিষেক তাঁর সংক্রমিত হওয়ার খবর জানান। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক থাকার অনুরোধও করেন। মঙ্গলবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দিনকয়েক আগে করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন বোর্ড প্রেসিডেন্ট তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের কাকা তথা সিএবি-র কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়ও। তাঁর জ্বর রয়েছে। তবে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।


সিএবি-তে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে কারণ, রবিবার, ২ জানুয়ারি ইডেনে একটি প্রদর্শনী ম্যাচ হয়েছিল প্রেসিডেন্ট একাদশের সঙ্গে সচিব একাদশের। সেই প্রীতি ম্যাচে খেলেছিলেন অভিষেক, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবির সমস্ত কর্তারা। তাঁদের মধ্যে দুজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসায় উদ্বেগ তৈরি হয়েছে। সেই ম্যাচে ইডেনে গিয়েছিলেন প্রাক্তন পেসার তথা বর্তমান বিধায়ক অশোক দিন্দাও। আপাতত সকলেই কোভিড টেস্ট করাচ্ছেন বলে খবর।


করোনার ধাক্কায় শুরু করেও স্থানীয় ক্রিকেটের খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সিএবি। ধাক্কা খেয়েছে বাংলার রঞ্জি প্রস্তুতিও। রঞ্জি ট্রফির প্রস্তুতি শিবির চলাকালীন করোনা আক্রান্ত হন একজন সাপোর্ট স্টাফ ও ছয় ক্রিকেটার। করোনা আক্রান্ত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব, গীত পুরি ও স্পিন বোলিং কোচ সৌরাশিস লাহিড়ী।


আরও পড়ুন: ওয়ান্ডারার্সে বল হাতে আগুন শার্দুলের, লিড নেবে কি ভারত?


তবে উদ্বেগের মধ্যেও স্বস্তি বলতে, করোনা আক্রান্ত ক্রিকেটারদের সংস্পর্শে আসা বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদেরও কোভিড পরীক্ষা করা হয়েছিল। তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।