কলকাতা: অন্যের বাগান থেকে ফল পাড়তে নাকি ভীষণ মজা পান শিল্পা শেট্টি। আর তাই চুপি চুপি পৌঁছে গেলেন পড়শির ফলের বাগানে। তারপর সেখান থেকে দু-হাত ভরে নিয়ে এলেন পেয়ারা। ছুটির দিন সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী।
আজ রবিবার, ছুটির দিন। সকালবেলা ঝলমলে ভিডিও শেয়ার করে নিলেন বলিউড ডিভা। তাঁকে দেখা গেল গাছ থেকে পাকা পেয়ারা পাড়তে। এমনকি যে চাষী কাজ করছিলেন, তাঁর থেকেও চেয়ে নিলেন কয়েকটা। শেষ হাত ভর্তি পেয়ারা নিয়ে হাসতে হাসতে শিল্পা বললেন, 'আমি বাড়ি গিয়ে এই পেয়ারাগুলো খাব'। ক্যাপশানে লিখলেন, 'কোনও কৃষক এই ভিডিওটা দেখলে কী ভাববেন জানি না।' ভিডিওর শেষে হ্যাপি সানডে বলে অনুরাগীদের ছুটির দিন উপভোগ করার বার্তাও দিলেন তিনি।
সদ্যই শিল্পা শেট্টির ছেলে ভিয়ান কুন্দ্রার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি মিষ্টি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট বোন শমিশার সঙ্গে খেলায় মত্ত ভিয়ান। তবে শুধু খেলা নয়। একইসঙ্গে বোনকে যোগা প্র্যাকটিস করানোরও চেষ্টা করছে ভিয়ান। দুই ভাইবোনের এই মিষ্টি ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দারুণ পছন্দ হয়েছে নেট নাগরিকদের। তাঁরাও কমেন্টে এবং লাইকে ভরিয়ে দিয়েছেন।
'লাইফ ইন আ মেট্রো' অভিনেত্রী শিল্পা শেট্টি জানিয়েছেন যে, যোগা প্র্যাকটিসের ক্ষেত্রে তিনি তাঁর দুই সন্তান ভিয়ান এবং শমিশার জন্য গর্ব বোধ করেন। তিনি ভিয়ানের এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, 'বাচ্চারা মাটির তালের মতো হয়। তাঁদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার দায়িত্ব আমাদের হাতেই থাকে। তাই ছেলেবেলা থেকেই স্বাস্থ্যকর অভ্যাস করানো দরকার। স্বাস্থ্যকর খাবার খাওয়া, ফিট থাকা এবং মন ও আত্মার মধ্যে কীভাবে নিয়ন্ত্রণ ও সংযোগ রাখা, তাও আমাদের ওদের ছোটবেলা থেকেই শেখানো দরকার।যা আমি ভিয়ানকে ছোট থেকেই শেখাতে শুরু করেছি। আর আজ ও ছোট্ট বোনকে তা শেখাতে শুরু করেছে। আমি গর্ব বোধ করি ওদের জন্য।'