কলকাতা: পায়ে পায়ে তিনি পেরিয়ে গিয়েছেন পাঁচ বছর। অথচ ভুলেই গিয়েছিলেন বিশেষ এই দিনটা। মনে করালেন তাঁরই পরিবারের লোক। আর তারপরেই, সোশ্যাল মিডিয়ায় নিজের গোটা সফরকে ফিরে দেখলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। 


আজ থেকে পাঁচ বছর আগেই ধারাবাহিক 'ত্রিনয়নী'-র হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন শ্রুতি। তারপরে বিভিন্ন ধারাবাহিক, জনপ্রিয়তা, অবশেষে ২০২৪-এ বড়পর্দায় কাজ। শ্রুতি আবেগে ভেসে লিখে ফেললেন অনেক কিছুই। তাঁর আদি বাড়ি কাটোয়া। বর্তমানে অবশ্য তিনি কলকাতার বাসিন্দা। কাজের সূত্রেই। 


শ্রুতি লিখছেন, 'আজ থেকে পাঁচ বছর আগে সারা শহর কলকাতা মাথা তুলে দেখেছে সবাই। অনেকে আবেগে চোখের জল ফেলেছে। অনেকে হিংসা করেছে। তবু মাথা তুলে দেখেছে।' শ্রুতি আরও জানিয়েছেন, প্রথমবার টেলিভিশনের পর্দায় তাঁকে দেখে ঠিক কী অনুভূতি হয়েছিল বাবা-মায়ের। বাবা যেন বিশ্বাসই করতে পারেননি যে এটা তাঁরই মেয়ে। আর মা বলেছিলেন, 'তুই আমার ছেলে-মেয়ে সব'। 


শ্রুতি আরও লেখেন, 'আজ নয়নের জন্মদিন। শ্রীমতী সাহানা দত্তের ত্রিনয়নী আর আমার জন্মদাত্রী মা হয়ে ওঠার জন্মদিন। আজ স্বর্ণেন্দু সমাদ্দারের আমার গুরু আর পথপ্রদর্শক হয়ে ওঠার জন্মদিন। আমার জি বাংলা পরিবারের সদস্য হয়ে ওঠার জন্মদিন। শুভ জন্মদিন আমাকে।'


প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই শুরু হয়েছিল শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্ক। একসঙ্গে কাজ করতে গিয়ে স্বর্ণেন্দুর প্রেমে পড়েন শ্রুতি। সাড়া দিয়েছিলেন পরিচালকও। তারপরেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প। বয়সের পার্থক্যকে উড়িয়ে একসঙ্গে সংসার করছেন তাঁরা। সেরেছেন আইনি বিয়ে। পরে পরিকল্পনা রয়েছে সামাজিক বিয়েরও।


সদ্য ধারাবাহিক শেষ করেছেন শ্রুতি। আর এবার শ্রুতিকে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'আমার বস'-এ। সেখানে রাখী গুলজারের সঙ্গে অভিনয় করেছেন শ্রুতি। 


 






আরও পড়ুন: Top Entertainment News Today: একগুচ্ছ বাংলা ছবির ঘোষণা, পর্দায় ফের আমির-দর্শিল জুটি, বিনোদনের সারাদিন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।