কলকাতা: এই ছবির গল্পে যেন এখনও শহুরে হাওয়া লাগেনি। অথচ কী ভীষণ সত্যি আর বাস্তব কিছু মানুষের গল্প বলে বনবিবি (Bonbibi)। রাজদীপ ঘোষের পরিচালনায়, রানা সরকারের (Rana Sarkar) প্রযোজনায় মুক্তি পাচ্ছে নতুন ছবি 'বনবিবি' (Bonbibi)। মুখ্যভূমিকায় রয়েছেন পার্নো মিত্র (Parno Mitra)। 


এই গল্প তৈরি হয়েছে সুন্দরবনের প্রেক্ষাপটে। ছবিতে পার্নো একজন বিধবা। আঞ্চলিক ভাষায় তাকে নাকি বলা হয় ‘বাঘ-বিধবা’। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, বছর তিনেক আগে জীবিকার কারণেই বাইরে গিয়েছিলেন পার্নো ওরফে রেশমের স্বামী। আর ফেরেননি। শোনা যায়, তাঁর স্বামীকে বাঘে নিয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করেন রেশম। যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে আসে, তাঁদের সুন্দরবন ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখানোই তাঁর কাজ। গল্পে রেশমের জীবনে যেমন সংগ্রাম রয়েছে, তেমন রয়েছে প্রেমও। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে। 


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। সেখানে যেমন প্রকাশ্যে এসেছে ছবির ঝলক, তেমনই প্রকাশ্যে এসেছে প্রেম থেকে শুরু করে সব মনখারাপ করা রসায়ন। সদ্য এই ছবি প্রদর্শনের একটি বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। সেটা সুন্দরবনে। সেখানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরাও। পুরনো দিনে, বনবিবির যাত্রাপালায় বেশ কিছু গান ব্যবহার করা হত। আর তাই, ছবির মিউজিকেও তাই থাকছে চমক। 'বনবিবি'-র সুরের দায়িত্বে রয়েছেন সৌম্যদীপ শিকদার। তিনি নিজেও এই ছবিতে গান গাইবেন। এছাড়াও সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ীর মতো শিল্পীদেরও গান থাকবে ছবিতে। একে একে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁদের গানগুলি।


কে এই বনবিবি? সুন্দরবনে এখনও প্রচলিত রয়েছে এই বনবিবির পূজোর রীতি। সুন্দরবনের মানুষদের প্রধানত দুটিই পেশা। মাছ ধরা ও মধু সংগ্রহ। আর এতে থাকে পদে পদে বিপদ। মানুষদের বিশ্বাস, এই সমস্ত বিপদ থেকে তাঁদের রক্ষা করেন বনবিবি। আর তাই, হিন্দু মুসলমান নির্বিশেষে, সব ধর্মের মানুষের কাছেই পূজিত হন এই বনবিবি। তবে এই ছবিতে ঠিক কী প্রেক্ষাপট, তেমনভাবে তুলে ধরা হবে বনবিবিকে তা জানা যাবে ছবি মুক্তির পরেই।


 






আরও পড়ুন: Sreemoyee-Kanchan: শ্রীময়ীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন কাঞ্চন, বরকে কী কথা দিলেন নববধূ?