মুম্বই: অভিনেত্রী সোনাক্ষী সিনহা অনস্ক্রিন যেমন জনপ্রিয়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা প্রচণ্ড। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি। নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, ইনস্টাগ্রাম এখন ২০ মিলিয়ন শক্তিশালী। সবাই এখন নাচুন।’


সোনাক্ষী এখন তাঁর পরবর্তী ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-র প্রচারে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, নোরা ফতেহি। ছবির প্রচারের পাশাপাশি দ্যুতিও ছড়াচ্ছেন সোনাক্ষী। তাঁকে নিত্যনতুন গ্ল্যামারাস রূপে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি পোস্ট করছেন তিনি। 


সোনাক্ষীকে যে কোনও পোশাকেই ভাল লাগে। বলিউডের জনপ্রিয় স্টাইলিস্ট মোহিত রাই, তরঙ্গ অগ্রবাল, শুভী কুমারের ডিজাইন করা পোশাকেও সোনাক্ষীকে অসাধারণ দেখতে লাগছে।


ওটিটি প্ল্যাটফর্মে ১৩ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’। সোমবার এই ছবির নির্মাতারা অজয় দেবগনের সঙ্গে অবসরপ্রাপ্ত উইং কম্যান্ডার বিজয় কার্নিকের একটি কথোপকথন প্রকাশ করেছেন। এই কথোপকথনের সময় অজয়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি কীভাবে আসল নায়ক বিজয় কার্নিকের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করেছেন? জবাব অজয় বলেন, ‘যখন পরিচালক অভিষেক দুধাইয়া প্রথম আমাকে বলেন, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় উইং কম্যান্ডার বিজয় কার্নিকের মহিলাদের সাহায্য চাওয়ার ঘটনা নিয়ে ছবি বানাতে চান, তিনি বলেন, এই ঘটনা নিয়ে গবেষণা করেছেন এবং তাঁর দলের সদস্যরা মাতাপুরের ৫০-৬০ জন মহিলার সঙ্গে কথা বলেছেন। সে কথা শুনেই আমি এই ছবিতে কাজ করতে রাজি হয়ে যাই।’ 


এই ছবিতে অভিনয়ের বিষয়ে অজয় আরও জানিয়েছেন, ‘ইউনিফর্ম পরলেই ভিতর থেকে শক্তি ও মর্যাদাবোধ আসে। ইউনিফর্ম পরলেই চিন্তাভাবনা ও শারীরিক ভঙ্গি বদলে যায়। নিজের মধ্যে একটি ক্ষমতা চলে আসে। আমি এই ছবিতে অভিনয় করতে গিয়ে সেটা সবসময় অনুভব করেছি।’