জয়দীপ হালদার, ডায়মন্ডহারবার (দক্ষিণ ২৪ পরগনা): কর্তব্যরত মহিলা সিভিক ভলেন্টিয়ারকে  হুমকি ও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে  ২ যুবককে গ্রেফতার  করলো পুলিশ। অভিযুক্তদের বেধড়ক মারধোর ও কান ধরে প্রকাশ্যে ওঠবোস করাল পুলিশ। শনিবার ডায়মন্ড হারবার স্টেশন বাজারে কর্তব্যরত  কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে দুর্ব্যবহারের  পাশাপাশি গালিগালাজও করে অভিযুক্ত ওই দুই যুবক। এরমধ্যে ছিলেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ারও।  


এই গোটা বিষয়টি ডায়মন্ড হারবারের পুলিস আধিকারিকের নজরে আসতেই  তল্লাশি চালিয়ে অভিযুক্ত ওই যুবককে  ধরে পুলিশ। পুলিশের হাতে ধরা পড়ার  সময় ওই দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।  এরপর দুজনকে একবারে কান ধরে ওঠবোস করালেন ডায়মন্ডহারবার পুলিশ আধিকারিক মিথুন কুমার দে।  পরে ইনজামামুল হক ও  মুজাহিদ লস্কর নামে দুজনকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।


ওই ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তাতে অভিযুক্ত দুই ব্যক্তিকে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে অভব্য আচরণ করতে দেখা গিয়েছে।  ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে রীতিমতো তুচ্ছতাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলতে দেখা গিয়েছিল অভিযুক্তদের। 


 গত শনিবার পুলিশ রাস্তা যানযট মুক্ত করার কাজ চালাচ্ছিল ও  করোনা সংক্রান্ত বিধি যারা মানেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল। অভিযুক্ত যুবকরা বাইকে করে যাচ্ছিল। তাদের মুখে ছিল না মাস্ক, মাথায় হেলমেটও ছিল না। সেই অভিযোগেই তাদের আটকেছিল পুলিশ। আর কেন তাদের আটকানো হয়েছে, সেই প্রশ্ন তুলেই তারা বচসা শুরু করে তারা।  তাদের মোটর সাইকেলের চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ তুলে অভিযুক্তরা ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে দুর্ব্যবহার করে এবং সেইসঙ্গে তর্জন-গর্জন করতেও দেখা যায়। ঘটনার ভিডিও করে রাখেন পুলিশ কর্মীরা। 


এই ঘটনা প্রকাশ্যে আসতেই দুই অভিযুক্তকে ধরতে পুলিশ বিশেষ দল গঠন করে।  পুলিশ তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করে।  তাদের কান ধরে ওঠবোস করানো হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়।