নয়াদিল্লি: বলিউডে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে (Sonali Bendre)। এমনকী ২০০০-এর শুরুর দিকেও ছিল তাঁর রমরমা। কেবলমাত্র রূপই নয়, তাঁর অভিনয় ক্ষমতায় মুগ্ধ ছিলেন দর্শক। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে (Actress Interview) অভিনেত্রীকে তাঁর এক অনুরাগীর কথা জিজ্ঞেস করা হয় যে যিনি তাঁর সঙ্গে দেখা না করতে পেরে আত্মঘাতী হন। এই ঘটনার কথা শুনে স্তম্ভিত হয়ে যান তিনি।
অনুরাগীর মৃত্যুর খবরে কী প্রতিক্রিয়া সোনালির?
সম্প্রতি মিড-ডে'র 'দ্য বম্বে ফিল্ম পডকাস্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক পুরনো ঘটনার প্রসঙ্গ ওঠে। ১৯৯০-এর সময়ে ভোপালের বাসিন্দা সোনালির এক অনুরাগী তাঁর সঙ্গে দেখা করতে না পেরে জলে ডুবে আত্মঘাতী হন। সোনালীর এক অনুষ্ঠানে তাঁর এক ঝলক দেখতে না পেয়েই এই চরম সিদ্ধান্ত নেন সেই অনুরাগী। এই কথা শুনে রীতিমতো চমকে ওঠেন সোনালি। বলেন, 'এটা সত্যি ঘটেছে? এরকম কী করে ঘটতে পারে?...' নিজের কানকে বিশ্বাসই করতে পারেননি তিনি।
এমন প্রাণহানির মতো ঘটনা না জানলেও এই ধরনের অজস্র ঘটনা তখন অনুরাগীরা ঘটাতেন, যা ভয়ঙ্কর এক কথায়। তিনি বলেন, 'অনুরাগীদের থেকে চিঠি আসত। আমরা রক্তে লেখা চিঠি দেখে হতবাক হয়ে যায়। যদি সত্যি হত, আমি রীতিমতো ভেঙে পড়তাম। প্রশংসা করুন এবং সেখানেই থেমে যান। কীকরে লোকজন সাধারণ মানুষকে এমন এক উঁচু স্থানে বসাতে পারেন, যেখান থেকে পতন নিশ্চিত?'
কারও প্রতি এতটা বেশি পরিমাণে উন্মাদনার কারণ এখনও তিনি বুঝতে পারেন না। সেই সময়ে তারকাদের নাগাল পাওয়ার সম্ভাবনা আরও সীমিত ছিল, যার ফলে তাদের কাণ্ডকারখানা আরও সাংঘাতিক হত। তাঁর কথায়, 'আমি কোনও সাধারণ মানুষকে ঈশ্বরের আসনে বসাতে পারব না। ফলে আমি এই জিনিসগুলো কোনওদিনই বুঝতে পারিনি।'
আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার নতুন ইনিংস, মা হওয়ার পরে কলম ধরলেন ছোটদের জন্য
তাঁর বেড়ে ওঠা এমনই, যা তাঁকে সাফল্য পেলেও মাটির কাছাকাছি থাকতে সাহায্য করেছে। তিনি বলেন, 'আমি বাড়ি ফিরলে, আমার বাবা-মা নিশ্চিত করতেন যেন আমার পা মাটির কাছে থাকে। বারবার নতুন নতুন শহরে গেলে তোমার স্কুলের দল বারবার ভাঙতে থাকে, এবং নতুন মানুষের দলে যোগ দিতে হয়। আর নয়তো একা থাকতে হয়। ফলে নিজের সঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়ে যায়। আমাকে এমন ভাবেই বড় করা হয় যে আমি সময় নিতে পারি, নিজের বই খুলে বসে, সেটা পড়ে, লোকজনকে ধীরে ধীরে চেনার চেষ্টা করি'। তাঁর বেড়ে ওঠাই তাঁকে মাটির কাছে রেখেছে, সাফল্য তাঁর মাথায় ওঠেনি, বক্তব্য তাঁর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।