কলকাতা: 'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে..।' কর্মব্যস্ততা সত্যিই কি 'যন্ত্রণা'কে ভূলিয়ে দেয় ? নাকি আড়ালে-আবডালে, রোদ না আসা কোনও গহ্বরে চুপ করে বসে থাকে, একমনে। মাঝে মাঝেই ছ্যাত্ করে ওঠে বুক। প্রিয়জন হারানোর পরই বোধহয় খেয়াল আসে কত কিছু বলার ছিল, করার ছিল যে ! বাংলার এক রিয়েলিটি শোয়ে এসে একজন বলেছিলেন মায়ের মৃত্যু হয়ে গিয়েছে অনেকগুলি বছর। কিন্তু আজও তিনি বাড়ি থেকে বেরোনোর পর বলেন, 'মা আসি !' যে কোনও মৃত্যুই দুঃখজনক। প্রকৃতই সেটা যদি মা-বাবা হন, অবধারিতভাবে একলহমায় মাথার ছাদ সরে যায় সবার আগে। সদ্য বাবাকে হারিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। সোশ্যালে বাবার সঙ্গে ছবি দিয়ে কাতরভাবে তিনি বলেছেন, 'বাবা ও বাবা, দরজাটা খোলো। ...কখন থেকে দাঁড়িয়ে আছি, আমি আর তোমায় বলবো না !'
'বাবা ও বাবা, দরজাটা খোলো। ...কখন থেকে দাঁড়িয়ে আছি..'
মূলত গত ১০ নভেম্বর বাবাকে চিরতরে হারিয়ে ফেলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহে পেরিয়ে একরাশ মনখারাপ নিয়ে সোশ্যালে মন খুললেন আজ তিনি। লিখেছেন, বাবা চলে যাওয়ার সাত দিন।..এই পৃথিবীর সবথেকে কাছের প্রিয় মানুষটি চলে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আবেগঘন পোস্টে লেখেন, 'আর দেখা হবে না, আর কথা হবে না, আর ছুঁতে পারবো না।'
আরও পড়ুন, 'বন্ধু' শাহরুখ খানের আতিথেয়তায় আপ্লুত বেকহ্যাম, পোস্টে ধন্যবাদ সোনম-আনন্দকেও
২০২০ সালের পর, টলি থেকে বলি, বিনোদনের জগতে অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন
বাবা-মাকে হারানো অবশ্যই দুর্ভাগ্যই বটে। তবে সাধারণ মানুষের মতো নিজেদের আবেগ ,সবসময় প্রকাশ করতে পারেন না সেলেবরা। যেহেতু তাদের সব অ্যাক্টিভিটিই সমাজের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেয়, তাই ভাবতে হয় বই কি। ২০২০ সালের পর, বিনোদনের জগতে অনেকেই নিজের বাবাকে হারিয়েছেন। সেটা টলি থেকে বলি সব জায়গাতেই। যেমন কুড়ি সালে সাহেব সিনেমা খ্যাত বাংলার অন্যতম অভিনেতা তাপস পালের মৃত্যুতে একা হয়েছেন মেয়ে সোহিনী। ঋষি কাপুরকে হারিয়েছেন ছেলে রণবীর কাপুর। ইরফান খানকে হারিয়েছেন ছেলে বাবিল খান। বলতে গেলে প্রত্যেকেই কমবেশি ঘটনার আকস্মিকতা সামলে উঠলেও, এখন সোশ্যালে তার আঁচ পাওয়া যায় ।
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y