মুম্বই: সুস্মিতা সেনের (Sushmita Sen) জীবনে ২১ মে নিশ্চিতভাবে বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আজ থেকে ঠিক ২৯ বছর আগে (29 Years) এই দিনেই তাঁর মাথায় উঠেছিল 'মিস ইউনিভার্স'-এর (Miss Universe) মুকুট। এই বিশেষ দিনটি স্মরণ করে পোস্ট করলেন বিশ্ব সুন্দরী।
সুস্মিতা সেনের 'মিস ইউনিভার্স' তকমার ২৯ বছর পার
রবিবার ভোরবেলায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পুরনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ক্যাপশন। নিজের থ্রোব্যাক ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'এই ছবিটা ঠিক ২৯ বছরের পুরনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এই ছবির অপক্কতায়, ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন... মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যাঁর ছবি আমি তুললাম... আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।'
ব্রহ্মাণ্ড সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন এই প্রতিযোগিতায় জিতেছিলেন পৃথিবীর আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি 'মিস ইউনিভার্স'-এর খেতাব জেতেন। ওই একই বছরে 'মিস ওয়ার্ল্ড'-এর খেতাব জেতেন ঐশ্বর্য রাই বচ্চন।
সুস্মিতা সেন তাঁর ক্যাপশনে লেখেন, 'এই সম্মানের জন্য আমার মাতৃভূমির প্রতিনিধিত্ব করা এবং সেই খেতাব জেতা এতই সম্মানের, যে আজও আনন্দে চোখে জল চলে আসে... ২৯ বছর পরও!!! আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করি এবং স্মরণ করি কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপিন্সের ম্যানিলায় 'মিস ইউনিভার্স' খেতাব জিতেছিল।'
আরও পড়ুন: Worlds Most Expensive Ice Cream: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি
এই পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তা ও ভালবাসায় ভরতে থাকে কমেন্ট বক্স। ক্যাপশনের শেষে চেনা ঢঙে অভিনেত্রী লেখেন, 'সমস্ত ভালবাসা, ভাল লাগা ও সবচেয়ে মিষ্টি বার্তাগুলোর জন্য ধন্যবাদ... সবসময় উদযাপন করি!!! অনেক ভালবাসা!!! দুগ্গা দুগ্গা।'
অন্যদিকে, কর্মক্ষেত্রে, সুস্মিতা সেনকে এরপর দেখা যাবে 'আরিয়া ৩'-এ। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিরিজ। এছাড়া তাঁর হাতে রয়েছে 'তালি'র কাজও।